ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কঙ্গোতে বন্যায় শতাধিক মানুষের প্রাণহানি

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে টাঙ্গানইকা হ্রদের কাছে কাসাবা গ্রামে ভয়াবহ বন্যায় ১০০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ কিভু প্রদেশের ফিজি এলাকার প্রশাসক সামি কালোদজি জানান, বন্যা দুর্গত অঞ্চল থেকে পাওয়া খবরে ১০০ জনের বেশি মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, কাসাবা গ্রামে টাঙ্গানইকা হ্রদ হয়ে যেতে হয়। সেখানে কোনো মোবাইল নেটওয়ার্কও নেই। ফলে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসহ জরুরি সহায়তা পৌঁছাতে দেরি হতে পারে।

দক্ষিণ কিভু প্রদেশের সরকারের মুখপাত্র দিদিয়ে লুগানিয়া এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার রাত ও শুক্রবারের মাঝামাঝি সময়ে টানা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে কাসাবা নদীর পানি উপচে বন্যা হয়। বন্যায় ৬২ জনের প্রাণহানি এবং ৩০ জন আহতের তথ্য জানানো হয় ওই বিবৃতিতে।

রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা চলতি বছরের শুরু থেকেই কঙ্গোর পূর্বাঞ্চলে জোর হামলা চালিয়ে আসছে। বছরের প্রথম দুই মাসে এ সংঘর্ষে হাজারো মানুষ নিহত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে বন্যা দুর্ভোগ আরও বাড়িয়েছে। যদিও এলাকাটি এম২৩ বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের অন্তর্ভুক্ত নয়।

নিউজটি শেয়ার করুন

কঙ্গোতে বন্যায় শতাধিক মানুষের প্রাণহানি

আপডেট সময় : ১২:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে টাঙ্গানইকা হ্রদের কাছে কাসাবা গ্রামে ভয়াবহ বন্যায় ১০০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ কিভু প্রদেশের ফিজি এলাকার প্রশাসক সামি কালোদজি জানান, বন্যা দুর্গত অঞ্চল থেকে পাওয়া খবরে ১০০ জনের বেশি মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, কাসাবা গ্রামে টাঙ্গানইকা হ্রদ হয়ে যেতে হয়। সেখানে কোনো মোবাইল নেটওয়ার্কও নেই। ফলে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসহ জরুরি সহায়তা পৌঁছাতে দেরি হতে পারে।

দক্ষিণ কিভু প্রদেশের সরকারের মুখপাত্র দিদিয়ে লুগানিয়া এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার রাত ও শুক্রবারের মাঝামাঝি সময়ে টানা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে কাসাবা নদীর পানি উপচে বন্যা হয়। বন্যায় ৬২ জনের প্রাণহানি এবং ৩০ জন আহতের তথ্য জানানো হয় ওই বিবৃতিতে।

রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা চলতি বছরের শুরু থেকেই কঙ্গোর পূর্বাঞ্চলে জোর হামলা চালিয়ে আসছে। বছরের প্রথম দুই মাসে এ সংঘর্ষে হাজারো মানুষ নিহত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে বন্যা দুর্ভোগ আরও বাড়িয়েছে। যদিও এলাকাটি এম২৩ বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের অন্তর্ভুক্ত নয়।