আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। আজ (সোমবার, ১২ মে) অবসরের ঘোষণা দেন তিনি।
৩৬ বছর বয়সী এই তারকা আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২৩টি টেস্ট খেলেছেন। যেখানে ভারতের জার্সিতে তিনি ৪৬.৮৫ গড়ে করেছেন ৯২৩০ রান। করেছেন ৩০ সেঞ্চুরি ও ৩১ হাফসেঞ্চুরি।
তবে গত পাঁচ বছর ধরেই কোহলির রানের গড় উল্লেখযোগ্য হারে কমেছে। সবশেষ ৩৭ টেস্টে মাত্র তিন সেঞ্চুরিতে করেন ১৯৯০ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ডিসেম্বর-জানুয়ারিতে পাঁচ টেস্টে তার গড় ছিল ২৩.৭৫।
আউট হওয়া আট ইনিংসের মধ্যে সাতটিতেই তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।