ভারত-পাকিস্তানের যুদ্ধে মোট আর্থিক ক্ষতি ৮৭০০ কোটি ডলার

- আপডেট সময় : ১২:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

ভারত-পাকিস্তানের ৮৭ ঘণ্টার যুদ্ধে উভয় দেশের মোট আর্থিক ক্ষতি অন্তত ৮ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। সে হিসেবে প্রতি ঘণ্টায় ক্ষতি ১০০ কোটি ডলার। সামরিক থেকে বাণিজ্য সব মিলিয়ে পাকিস্তানের তুলনায় কয়েকগুণ বেশি আর্থিক ক্ষতি ভারতের। দ্য নিউজ ইন্টারন্যাশনাল এর এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বুধবার (৭ মে) রাত ১টা ৫ মিনিট। অপারেশন সিন্দুর নামে পাকিস্তানে মুহুর্মুহু আক্রমণ শুরু করে ভারতীয় বিমানবাহিনী। মাত্র ২৩ মিনিটের আক্রমণে লক্ষ্যবস্তু করা হয় ৯টি স্থানকে।
এরপর অব্যাহত থাকে সংঘাত। বাড়ে উত্তেজনার পারদ। আক্রমণ সফলভাবে প্রতিহত করা ছাড়াও, সঠিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় পাকিস্তান। ১০ মে ভোর রাতে অপারেশন বুনইয়ান–উন–মারসুস নামে পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ভারতকে শক্ত জবাব দেয় পাকিস্তান। একদিন না যেতেই ১০ মে বিকেলে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় ভারত।
৮৭ ঘণ্টা ২৫ মিনিটের লড়াইয়ে দু’দেশের অর্থনীতি কতটা ক্ষতির সম্মুখীন হলো, তাই এখন বড় প্রশ্ন। দ্য নিউজ ইন্টারন্যাশনাল এর এক প্রতিবেদনে দেখা যায়, প্রতি ঘণ্টায় উভয় দেশের ক্ষতি হয়েছে অন্তত ১০০ কোটি ডলার।
পরিসংখ্যান বলছে, ৭ থেকে ১০ মে পর্যন্ত, ভারতের সামরিক অভিযান বাবদ আনুমানিক ১০ কোটি ডলার খরচ হয়। আর হারানো যুদ্ধবিমানের ক্ষতি ৪০০ মিলিয়ন ডলার। অন্যদিকে সামরিক অভিযান বাবদ পাকিস্তানের খরচ হয়- প্রায় আড়াই কোটি ডলার। বাইরাক্তার টিবি-২ ড্রোন ও রা’আদ ক্রুজ মিসাইল ব্যবহারে খরচ হয় প্রায় ৩০ কোটি ডলার।
আকাশসীমা বন্ধ থাকায় প্রায় ৪দিনে পাকিস্তানের বাণিজ্যিক বিমানে ক্ষতি হয় আনুমানিক ২ কোটি ডলার। যেখানে উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন গড়ে বাণিজ্যিক বিমানগুলোর ক্ষতি হয়েছে ৮০ লাখ ডলার।
একই সময় ভারতের শেয়ারবাজারে মোট মূলধন কমে যায় অন্তত ৮ হাজার ২০০ কোটি ডলার। ৮৭ ঘণ্টায় পাকিস্তানের পুঁজিবাজারের সূচক ৪.১ শতাংশ কমে যায়। যার ফলে বাজার মূলধনে ক্ষতি ২৫০ কোটি ডলার।
এছাড়া ভারতে স্থগিত হয় আইপিএল। এতে টিভি সম্প্রচার, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন বাবদ ক্ষতি অন্তত ৫ কোটি ডলার। অন্যদিকে পাকিস্তান সুপার লীগ- পিএসএল স্থগিত হওয়ায় সম্প্রচার ও সংশ্লিষ্ট খাতে ক্ষতি ধরা হয় এক কোটি ডলার।
প্রায় ৪ দিনের সংঘাতে ভারতের পণ্য পরিবহন এবং সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় ক্ষতি দাঁড়ায় আরো ২০০ কোটি ডলার। সবমিলিয়ে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। বিপরীতে প্রায় ৪ দিনের সংঘাতে ইসলামাবাদের ক্ষতির পরিমাণ মাত্র ৪০০ কোটি ডলার।