রিয়ালকে হারিয়ে লা লিগায় বার্সেলোনার দাপট

- আপডেট সময় : ১১:৫৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ৩৩৫ বার পড়া হয়েছে

দর্শকরা অনেকেই হয়তো তখনও নিজেদের নির্দিষ্ট আসনে গুছিয়ে বসতে পারেননি। ম্যাচের বয়স মাত্র ১৫ মিনিট। আর তার মধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ (Barcelona vs Real Madrid) এগিয়ে গেল ২-০ গোলে। অনেকেই ভেবেছিলেন, রিয়াল মাদ্রিদের জয় হয়তো সময়ের অপেক্ষা।
কিন্তু ঘরের মাঠে রুদ্ধশ্বাস ম্যাচে রিয়ালকে শেষ পর্যন্ত ৪-৩ গোলে হারিয়ে লা লিগা প্রায় মুঠোয় করে নিল বার্সেলোনা। বাকি তিনটি ম্যাচের একটিতে জিতলেই ট্রফি তাদের।
বার্সেলোনা–রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকোতে ম্যাচের ১৫ মিনিট পর মনে হচ্ছিল, একতরফা লড়াই হতে চলেছে। কিলিয়ান এমবাপের জোড়া গোলে রিয়াল তখন এগিয়ে ২–০ গোলে। কিন্তু এরপরই বদলে যেতে থাকে ম্যাচের চেহারা। ১৯ মিনিটে এরিক গার্সিয়ার গোলে ব্যবধান কমানোর পর ২ মিনিটের মধ্যে দুই গোল করে বার্সাকে ৩-২ গোলে এগিয়ে দেন লামিন ইয়ামাল ও রাফিনহা। রাফিনহা যখন ম্যাচের পঞ্চম গোলটি করেন, তখন কিক অফের পর ৩৪ মিনিটের খেলা চলছিল। নতুন এক ইতিহাসও দেখল এল ক্লাসিকো।
১০৩ বছর পর এই প্রথম এল ক্লাসিকোতে প্রথম ৩৫ মিনিটের মধ্যে ৫ গোল হল। এর আগে ১৯২২ সালের ২১ মার্চ এল ক্লাসিকোতে শেষবার এমন কিছু হয়েছিল। বিরতির আগে রাফিনহার জন্য হয়ে যায় ম্যাচের ষষ্ঠ গোলটিও। ১২৩ বছরের মধ্যে এই প্রথম এল ক্লাসিকোয় কোনও দল প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে ম্যাচের বিরতিতে যায়। বিরতির পর হ্যাটট্রিক পূর্ণ করে রিয়ালকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন এমবাপে। যদিও শেষ পর্যন্ত ট্র্যাজিক হিরো হয়েই থেকে যান ফরাসি তারকা। ফুটবল বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেও হারতে হয়েছিল। ফের সেই অভিজ্ঞতা হল এমবাপের।
৪-৩ গোলে ম্যাচ হেরে লা লিগার খেতাবের দৌড় থেকেও কার্যত ছিটকে গেল রিয়াল মাদ্রিদ। পরের তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলেই বার্সার লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে। পরের ম্যাচে এস্পানিওলকে হারালেই লিগ জিতে নেবেন ইয়ামাল–রাফিনহারা।রিয়ালকে হারানোর পর ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট হল বার্সেলোনার। রিয়াল থাকল ৭৫ পয়েন্টেই। অর্থাৎ দুই দলের মধ্যে সাত পয়েন্টের পার্থক্য।