বাংলাদেশকে নিয়ে ভূরাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে: আমীর খসরু

- আপডেট সময় : ০৪:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ৩৪০ বার পড়া হয়েছে

মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূরাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ (মঙ্গলবার, ১৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এমন মন্তব্য করেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ। দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হলে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নির্বাচনই গণতন্ত্রের বাহক।’
এসময় তিনি আরো বলেন, ‘বিনিয়োগ নিয়ে দেশে সার্কাস দেখানো হচ্ছে। দেশে বিনিয়োগ কমে গেলেও ফুলিয়ে-ফাঁপিয়ে বিনিয়োগের স্বর্গরাজ্য দেখানো হচ্ছে।’
নির্বাচিত সরকার ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়াও চলমান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার বাহিরে গিয়ে সংস্কারের কোনো সুযোগ নেই। নির্বাচনই গণতন্ত্রের একমাত্র পথ।’