দেশকে সমৃদ্ধশালী করতে হলে অ্যামেচার সরকার নয়, নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। অন্যদিকে, ভারত বাংলাদেশকে পূর্ব কাশ্মীরে পরিণত করতে চায় বলে মন্তব্য করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ (মঙ্গলবার, ১৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ স্মরণে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তারা।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পেছনে জনসমর্থন না থাকায় এটি দুর্বল সরকার।’
মানবিক করিডর নিয়ে সরকারের ভেতর থেকে দ্বিমুখী কথা বলায় জনগণ অন্ধকারে আছেন বলে দাবি করেন তিনি। অপরদিকে, রুহুল কবির রিজভী বলেন, ‘তিস্তায় পানি নিয়ে আগ্রাসন ভারতের ঐতিহাসিক আধিপত্যবাধের অংশ।’
ফারাক্কা দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ফেলবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।