ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আমাদের লক্ষ্য নাগরিকদের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা: আলী রীয়াজ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / ৩৫৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেছে, আমাদের লক্ষ্য হলো একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে নাগরিকদের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা।

তিনি জানান, ‘একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে সকল নাগরিকের জন্য সমান অধিকার প্রতিষ্ঠায় কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সেই অধিকারগুলো রক্ষা নিশ্চিত করার রূপরেখা তৈরির চেষ্টা করছি।’

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতাদের এক বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা কেমন হবে তা নির্দেশ করবে। রাষ্ট্র কাঠামো পুনর্গঠন বা সংস্কারের লক্ষ্যে আলোচনা মূলত রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের সংগ্রামের ধারাবাহিকতা। চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষা উন্মুক্ত হয়েছে।

আলোচনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে আলোচনায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপিকা এ এন রাশেদা, কাজী সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন এবং সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ ১১ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

গত ২৩ মার্চ সিপিবি ঐকমত্য কমিশনে সংস্কার বিষয়ক তাদের প্রস্তাবনা জমা দেয়। সে প্রেক্ষিতে দলটির সঙ্গে আজ আলোচনায় বসে কমিশন। ইতোমধ্যে সিপিবিসহ ৩২টি রাজনৈতিক দল কমিশনের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনায় অংশ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আমাদের লক্ষ্য নাগরিকদের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা: আলী রীয়াজ

আপডেট সময় : ১০:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেছে, আমাদের লক্ষ্য হলো একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে নাগরিকদের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা।

তিনি জানান, ‘একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে সকল নাগরিকের জন্য সমান অধিকার প্রতিষ্ঠায় কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সেই অধিকারগুলো রক্ষা নিশ্চিত করার রূপরেখা তৈরির চেষ্টা করছি।’

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতাদের এক বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা কেমন হবে তা নির্দেশ করবে। রাষ্ট্র কাঠামো পুনর্গঠন বা সংস্কারের লক্ষ্যে আলোচনা মূলত রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের সংগ্রামের ধারাবাহিকতা। চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষা উন্মুক্ত হয়েছে।

আলোচনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে আলোচনায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপিকা এ এন রাশেদা, কাজী সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন এবং সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ ১১ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

গত ২৩ মার্চ সিপিবি ঐকমত্য কমিশনে সংস্কার বিষয়ক তাদের প্রস্তাবনা জমা দেয়। সে প্রেক্ষিতে দলটির সঙ্গে আজ আলোচনায় বসে কমিশন। ইতোমধ্যে সিপিবিসহ ৩২টি রাজনৈতিক দল কমিশনের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনায় অংশ নিয়েছে।