ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘আবদুল হামিদ চলে যাওয়ার পর তদন্ত কমিটি গঠনে হাস্যরস সৃষ্টি হয়েছে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চলে যাওয়ার পর তদন্ত কমিটি গঠনে হাস্যরস সৃষ্টি হয়েছে।

বুধবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন কর্তৃক ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও রাষ্ট্রীয় কাঠামো মেরামত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, হাজারো আয়না ঘর আবিষ্কার হলো কিন্তু আয়নার ঘর কারা বানালো। তারা কি এখনো আপনার সঙ্গে আছে? অবশ্যই আছে। তাদের বিচারের আওতায় আনতে হবে। অনেকে বলে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। আরে অনেক আগেই বিএনপি বলেছে আইনের আওতায় এনে আওয়ামী লীগের বিচার করতে হবে।

জয়নুল আবদিন বলেন, ‘আওয়ামী লীগের নিষিদ্ধ সবার আগে বিএনপি চেয়েছে। শেখ হাসিনার মতোই শেখ মুজিব ক্ষমতালোভী ছিলেন। মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।’

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘কিছু মানুষ নির্বাচন চায় না। অন্যদিকে তারা এলাকায় এলাকায় প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি মানুষের কথা বুঝে বলেই নির্বাচন চায়।’

নির্বাচনকে বিলম্ব করতে সরকারের মধ্যে থেকেই কিছু মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি দেশে ভোটকেন্দ্র মানুষ যেতে পারেন তাহলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতার সাম্য হত্যার প্রসঙ্গে বিএনপি এই নেতা বলেন, ঢাকা মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে চলে মদ, জুয়া, অসামাজিক কাজ, ছিনতাইকারীদের আড্ডা। এগুলো কারো চোখে পড়ে না? আমাদের এক ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে। একটা তদন্ত কমিটি হবে, তারপর আর কিছু হবে না।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. এ বি সিদ্দিক হাওলাদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, তাঁতি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

‘আবদুল হামিদ চলে যাওয়ার পর তদন্ত কমিটি গঠনে হাস্যরস সৃষ্টি হয়েছে’

আপডেট সময় : ০৪:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চলে যাওয়ার পর তদন্ত কমিটি গঠনে হাস্যরস সৃষ্টি হয়েছে।

বুধবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন কর্তৃক ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও রাষ্ট্রীয় কাঠামো মেরামত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, হাজারো আয়না ঘর আবিষ্কার হলো কিন্তু আয়নার ঘর কারা বানালো। তারা কি এখনো আপনার সঙ্গে আছে? অবশ্যই আছে। তাদের বিচারের আওতায় আনতে হবে। অনেকে বলে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। আরে অনেক আগেই বিএনপি বলেছে আইনের আওতায় এনে আওয়ামী লীগের বিচার করতে হবে।

জয়নুল আবদিন বলেন, ‘আওয়ামী লীগের নিষিদ্ধ সবার আগে বিএনপি চেয়েছে। শেখ হাসিনার মতোই শেখ মুজিব ক্ষমতালোভী ছিলেন। মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।’

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘কিছু মানুষ নির্বাচন চায় না। অন্যদিকে তারা এলাকায় এলাকায় প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি মানুষের কথা বুঝে বলেই নির্বাচন চায়।’

নির্বাচনকে বিলম্ব করতে সরকারের মধ্যে থেকেই কিছু মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি দেশে ভোটকেন্দ্র মানুষ যেতে পারেন তাহলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতার সাম্য হত্যার প্রসঙ্গে বিএনপি এই নেতা বলেন, ঢাকা মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে চলে মদ, জুয়া, অসামাজিক কাজ, ছিনতাইকারীদের আড্ডা। এগুলো কারো চোখে পড়ে না? আমাদের এক ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে। একটা তদন্ত কমিটি হবে, তারপর আর কিছু হবে না।

আয়োজক সংগঠনের সভাপতি ডা. এ বি সিদ্দিক হাওলাদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, তাঁতি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।