২৪ ঘণ্টার মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আল্টিমেটাম দিয়েছে নগরবাসী। ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে আজ বুধবার এ আল্টিমেটাম দেওয়া হয়। অবিলম্বে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।
২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে পরাজিত হলেও সে সময় থেকেই বিভিন্ন ব্যানারে জনতার মেয়র হিসেবে পরিচিতি পান সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। ওই সময়ই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইবুনালে মামলা করেন ইশরাক।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২০ সালের নির্বাচনী ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইবুনাল। রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করে।
আদালতের রায়, ইসির গেজেট প্রকাশের পরও মেয়র হিসেবে দায়িত্ব বুঝে না পাওয়ার প্রতিবাদে ঢাকা বাসীর ব্যানারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ হয় বুধবার।
কর্মসূচিতে যোগ দেওয়া নগরবাসীর দাবি, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি ছাড়া পরিপূর্ণ সেবা পাওয়া অসম্ভব।
কর্মসূচিতে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচন করা প্রতিনিধিরাও। তাঁদেরও দাবি অবিলম্বে আদালত এর রায় বাস্তবায়ন করা হোক।
চার ঘণ্টার এ অবস্থান কর্মসূচিতে কিছুটা ব্যাহত হয় সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রম। তবে, স্বাভাবিক ছিল প্রশাসনিক কার্যক্রম।