এবার পিএসএলে দল পেলেন সাকিব

- আপডেট সময় : ১১:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে

ভারত-পাকিস্তান সংঘাতের পর স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। প্রতিবেশী দেশ দুই সামরিক সংঘাত বন্ধের সিদ্ধান্ত নেয়ায় নতুন করে ফের শুরু হতে যাচ্ছে লিগটি। কিন্তু নিরাপত্তা শঙ্কায় এই আসরে বেশ কয়েকজন বিদেশিকে আর পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের জায়গায় নতুন করে খেলোয়াড় দলে ভেড়াচ্ছে তারা। সেই ধারাবাহিকতায় পিএসএলের এবারের আসরের বাকি অংশে খেলবেন সাকিব আল হাসান।
পিএসএলের দশম আসরের প্লেয়ার ড্রাফটে নাম দিলেও অবিক্রিত ছিলেন সাকিব। তবে আসরের মাঝপথে এই টাইগার অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এখনও সাকিবকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পিএসএলের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পিএসএলে এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এ ছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার। পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে ।