অবসর ভেঙ্গে ব্রাজিলের জার্সিতে ফিরছেন মার্তা ভিয়েরা দা সিলভা। দুই মাস পরের কোপা আমেরিকার শিরোপাকে সামনে রেখে দলে ফেরানো হয়েছে ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি নারী ফুটবলারকে।
জাপানের বিপক্ষে সামনের দুটি প্রীতি ম্যাচের জন্যও ব্রাজিল দলে রাখা হয়েছে মার্তাকে। প্যারিস অলিম্পিকস দিয়ে গত আগস্টে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন নারী ফুটবলের সর্বকালের সেরাদের একজন বলে বিবেচিত এই ফরোয়ার্ড।
অলিম্পিকের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। ২০২৭ বিশ্বকাপ ভাবনায় বেশ কজন তরুণ ফুটবলারকেও দলে ডেকেছেন কোচ আর্তুর ইলিয়েস।
দলের জন্য মার্তাকে এখনও জরুরি মনে করেন কোচ। আগামী ১২ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত ইকুয়েডরে অনুষ্ঠিত হবে নারী কোপা আমেরিকার দশম আসর।
আগের ৯ বারের মধ্যে ৮ বারই শিরোপা জিতেছে ব্রাজিল। শুধু ২০০৬ আসরে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।