ডেসটিনির বিনিয়োগকারীরা টাকা ফেরত পাবেন, জানালেন রফিকুল আমীন

- আপডেট সময় : ০৫:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক এবং ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেছেন, ডেসটিনিতে যারা বিনিয়োগ করেছে, ওই টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ডেসটিনির বর্তমান বোর্ডের। আমাকে যদি আবার ম্যানেজিং ডিরেক্টর করা হয়, তাহলে আমি মানুষের টাকা ফেরত দিতে পারব।
বুধবার (১৪ মে) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রফিকুল আমীন বলেন, আমি এখনও ম্যানেজমেন্টে ঢুকতে পারিনি। আমি ডেসটিনি বাদ দিয়ে কোনো কোম্পানিও করিনি। আমি নতুন একটি ই-কমার্স কোম্পানি করেছিলাম। সেটাও এখন বন্ধ। ডেসটিনির কোনো ঋণের দায় নেই। ডেসটিনি গ্রুপের ছয় থেকে সাত হাজার কোটি টাকার সম্পদ আছে। এখানে দায় আছে ৩ হাজার কোটি টাকার।
নতুন প্রতিষ্ঠিত বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক বলেন, সততার সঙ্গে দুই পয়সা আয় করতে ডেসটিনির বিকল্প কিছু ছিল না। ডেসটিনিতে সব সময় সততার সঙ্গে ব্যবসা করেছি। সততার কারণেই ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়েছিলাম। আমার নামে মিথ্যা স্টোরি ছাপিয়ে এবং মিথ্যা মানি লন্ডারিং মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল। আমার মামলার এজাহারগুলো পড়লে আপনারাও ভালো করে বুঝতে পারবেন।
মোহাম্মদ রফিকুল আমীন বলেন, দেশের মধ্যে অবিচার-জুলুমের শিকার যারা তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। এ বিষয়গুলো আমরা নির্মূল করতে চাই। ঢাকার জেলে এরকম অসংখ্য মজলুম আছেন যারা বিনা অপরাধে জেল খেটে যাচ্ছেন। তাদের প্রতি অবিচার করা হচ্ছে, আমি নিজে সাক্ষী এরকম অসংখ্য মানুষের। তাদের কাছে আমি কথা দিয়ে এসেছি, আমি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করব, যার মাধ্যমে এসব মজলুম মানুষের কথা উঠে আসবে, এসব মজলুম মানুষের পাশে দাঁড়াতে পারব। আমার কাছে তালিকা চাইলে আমি তালিকা দিতে পারব, ঢাকার জেলে অসংখ্য মানুষ বিনা অপরাধে জেল খেটে যাচ্ছে।
প্রতিষ্ঠার পর দলের নাম পরিবর্তনের কারণ জানিয়ে তিনি বলেন, আমি জেলে থাকা অবস্থাতেই ২০২২ সালে আমজনতা পার্টি করার পরিকল্পনা করেছি, নামও সেই সময় ঠিক করেছি, নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠাও করেছি। পরের যখন দেখলাম ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত এরকম একটা গ্রুপ একই নামে দল করেছে, তাদের দলের নাম আমজনতার দল। সেই দলের নেতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমাকে তারা বিষয়টি খুলে বলেছেন। আমি তাদের কথা বুঝতে পেরে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে নিয়েছি। মূলত তাদের প্রতি সম্মান দেখিয়ে আমার দলের নাম পরিবর্তন করে বাংলাদেশ আমজনগণ পার্টি নামকরণ করেছি।
মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।