আইপিএলের মেগা নিলাম থেকে বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই দলে নেয়নি ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই। তবে এবার আইপিএলের শেষ অংশে কপাল খুলেছে পেসার মোস্তাফিজুর রহমানের।
১৭ মে থেকে শুরু হতে যাওয়া আইপিএলের শেষ অংশের জন্য মোস্তাফিজকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।
আজ এক বিবৃতিতে বাঁহাতি এই পেসারের আইপিএলে দল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। ৬ কোটি রূপিতে দিল্লির হয়ে খেলবেন মোস্তাফিজ। যদিও মেগা নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এবার আইপিএলের শেষ অংশের জন্য তিন গুণ বেশি দামে দল পেলেন তিনি।
এই মুহূর্তে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বর স্থানে আছে দিল্লি। প্লে অফে যাওয়ার দৌড়ে আকসার প্যাটেলদের আরও তিনটি ম্যাচ বাকি আছে। যেখানে তাঁদের প্রতিপক্ষ গুজরাট, মুম্বাই ও পাঞ্জাব।
এখন পর্যন্ত আইপিএলে ৫৭টি ম্যাচ খেলা মোস্তাফিজ ৬১টি উইকেট নিয়েছেন। মোস্তাফিজই এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সে সময়ে যার মূল্য ছিল চার কোটি টাকার কাছাকাছি।
আগামী ১৮ মে রোববার রাত ৮ টায় দিল্লির পরবর্তী ম্যাচ গুজরাট টাইটান্সের বিপক্ষে।