ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ম্যাক্সওয়েলের সঙ্গে বিয়ে না হওয়ার জবাবে যা বললেন প্রীতি জিনতা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে পাঞ্জাব কিংস গ্লেন ম্যাক্সওয়েলকে বড় অঙ্কে দলে ভেড়ালেও, প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ হন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। খারাপ পারফরম্যান্সের কারণে একাদশ থেকে ছিটকে যান তিনি। অথচ মাঠের পারফরম্যান্সের চেয়ে এখন বেশি আলোচনায় তার নাম জড়িয়ে পড়েছে মাঠের বাহিরের এক বিতর্কে। যেখানে লক্ষ্য করা হয়েছে পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একজন লিখেছিলেন,‘ম্যাম, ম্যাক্সওয়েলের সঙ্গে আপনার বিয়ে হয়নি বলেই কি ও ভালো খেলতে পারছে না?’ এই মন্তব্য আরও অনেকে শেয়ার করেন। মজা করার জন্যই হয়তো এই পোস্ট করেছেন তাঁরা। কিন্তু প্রীতি ভাল ভাবে নেননি সেটা। তিনি পাল্টা জবাব দিয়েছেন।

প্রীতি জিনতা বলেন,‘আপনি কি এই প্রশ্নটি কোনো পুরুষ মালিককে করতেন? না কি শুধুই নারী বলেই আমাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে? আমি জানতাম না ক্রীড়াঙ্গনের কর্পোরেট দুনিয়ায় একজন নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এতটা কষ্ট করতে হবে। তবে ১৮ বছর ধরে কঠোর পরিশ্রম করে আমি যে সম্মান অর্জন করেছি দয়া করে সেই সম্মান নষ্ট করবেন না। লিঙ্গভেদ করবেন না।’

আইপিএলের ইতিহাসে ম্যাক্সওয়েল পাঞ্জাবের হয়ে দীর্ঘসময় ধরে খেলছেন। প্রীতি জিনতার দলের হয়ে ৭২ ম্যাচে ১৩৪২ রান ও ১৭ উইকেট নিয়েছেন অজি এই অলরাউন্ডার। এছাড়া, পাঞ্জাব ২০১৪ সালে আইপিএলে সর্বশেষ ফাইনাল খেলেছিল, সেই দলেরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।

কিন্তু চলতি আসরে ব্যাট হাতে ম্যাক্সওয়েলের ব্যর্থতা স্পষ্ট। সাত ম্যাচে ৮ গড়ে এবং ৯৭.৪৫ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ৪৮ রান। স্বাভাবিকভাবেই তাই বাদ পড়তে হয়েছে একাদশ থেকে।

নিউজটি শেয়ার করুন

ম্যাক্সওয়েলের সঙ্গে বিয়ে না হওয়ার জবাবে যা বললেন প্রীতি জিনতা

আপডেট সময় : ০১:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে পাঞ্জাব কিংস গ্লেন ম্যাক্সওয়েলকে বড় অঙ্কে দলে ভেড়ালেও, প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ হন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। খারাপ পারফরম্যান্সের কারণে একাদশ থেকে ছিটকে যান তিনি। অথচ মাঠের পারফরম্যান্সের চেয়ে এখন বেশি আলোচনায় তার নাম জড়িয়ে পড়েছে মাঠের বাহিরের এক বিতর্কে। যেখানে লক্ষ্য করা হয়েছে পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একজন লিখেছিলেন,‘ম্যাম, ম্যাক্সওয়েলের সঙ্গে আপনার বিয়ে হয়নি বলেই কি ও ভালো খেলতে পারছে না?’ এই মন্তব্য আরও অনেকে শেয়ার করেন। মজা করার জন্যই হয়তো এই পোস্ট করেছেন তাঁরা। কিন্তু প্রীতি ভাল ভাবে নেননি সেটা। তিনি পাল্টা জবাব দিয়েছেন।

প্রীতি জিনতা বলেন,‘আপনি কি এই প্রশ্নটি কোনো পুরুষ মালিককে করতেন? না কি শুধুই নারী বলেই আমাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে? আমি জানতাম না ক্রীড়াঙ্গনের কর্পোরেট দুনিয়ায় একজন নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এতটা কষ্ট করতে হবে। তবে ১৮ বছর ধরে কঠোর পরিশ্রম করে আমি যে সম্মান অর্জন করেছি দয়া করে সেই সম্মান নষ্ট করবেন না। লিঙ্গভেদ করবেন না।’

আইপিএলের ইতিহাসে ম্যাক্সওয়েল পাঞ্জাবের হয়ে দীর্ঘসময় ধরে খেলছেন। প্রীতি জিনতার দলের হয়ে ৭২ ম্যাচে ১৩৪২ রান ও ১৭ উইকেট নিয়েছেন অজি এই অলরাউন্ডার। এছাড়া, পাঞ্জাব ২০১৪ সালে আইপিএলে সর্বশেষ ফাইনাল খেলেছিল, সেই দলেরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।

কিন্তু চলতি আসরে ব্যাট হাতে ম্যাক্সওয়েলের ব্যর্থতা স্পষ্ট। সাত ম্যাচে ৮ গড়ে এবং ৯৭.৪৫ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ৪৮ রান। স্বাভাবিকভাবেই তাই বাদ পড়তে হয়েছে একাদশ থেকে।