কয়েকদিনের টানা দাবদাহের পর অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি। রাজধানীসহ আশাপাশের বিভিন্ন স্থানে আজ (১৪ মে, বুধবার) দুপুর ২টায় মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এতে কমেছে গরমের তীব্রতা। তবে বৃষ্টির কারণে ঢাকার বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, বাড়ে যানজটের ভোগান্তিও।
আজ (বুধবার, ১৪ মে) দুপুর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। ঢাকার মতিঝিল, কাকরাইল, শান্তিনগর, মগবাজার, শাহবাগসহ বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে।
নগরবাসীদের কেউ কেউ জানান, টানা গরমের মধ্যে কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে এ বৃষ্টি।
আবহাওয়া অফিসের খবরে জানা যায়, মঙ্গলবার থেকে ঢাকায় বইছে তাপপ্রবাহ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র গরমে অস্বস্তি ছিল সব বয়সী মানুষের মাঝে।
এর আগে সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।