চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নোবেল পুরস্কারের বীজ বপন হয়েছে: প্রধান উপদেষ্টা

- আপডেট সময় : ০৪:৪৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ৩৫৮ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে নোবেল পুরস্কারের ‘বীজ বপন’ হয়েছে। আজ (বুধবার, ১৪ মে) শিক্ষাপ্রতিষ্ঠানটির পঞ্চম সমাবর্তনের বক্তব্যে অধ্যাপক ইউনূস এ কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে আমি কৃতজ্ঞ। নোবেল পুরস্কারের বীজ বপন হয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে। নোবেল পুরস্কারের গোড়াপত্তন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গৌরবান্বিত।’
গ্রামীণ ব্যাংকের বিষয়ে তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংকের জন্ম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অথনীতি বিভাগ থেকে।’
তিনি আরও বলেন, ‘গৎবাঁধা পথে চলার কারণে নতুন বিশ্ব গড়ার চিন্তা করি না। সমস্ত বিশ্বকে মনের মতো করে সাজানোর জন্য গন্তব্যবিহীন শিক্ষা পরিহার করতে হবে। যা আছে তা মেনে নিলে কিছুই পরিবর্তন হবে না।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের অর্থনীতি ব্যবসাকে কেন্দ্র করে। ব্যবসাকেন্দ্রীক সভ্যতা আত্মঘাতী, এটা টিকবে না। ব্যবসা দিয়ে নয়, মানুষকে নিয়ে অর্থনীতি শুরু করতে হবে।’
এসময় তাকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট। এদিন ২২ গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের নিজ হাতে সই করা সনদও পেয়েছেন।
এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার।
উল্লেখ্য, চবির সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। সমাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।