ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১৬ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ৩৫৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈশাখের বিদায়লগ্নে দাপটে রয়েছে তাপমাত্রা। সর্বত্রই তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। এই অবস্থায় দেশের ১৬ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যার মধ্যেই দেশের ৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, বুধবার (১৪ মে) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বুধবার দেশের ১৬ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বা এর চেয়ে বেশি গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এমন শঙ্কার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার সকাল পৌনে ৯টা থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টায় পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এই অবস্থায় বেশ কয়েকটি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরামর্শগুলো হলো-

১) বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।

২) জানালা ও দরজা বন্ধ রাখুন।

৩) সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।

৪) নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।

৫) গাছের নিচে আশ্রয় নেবেন না।

৬) কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।

৭) বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন।

৮) জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।

৯) বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।

১০) শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুণ।

নিউজটি শেয়ার করুন

১৬ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি

আপডেট সময় : ০১:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

বৈশাখের বিদায়লগ্নে দাপটে রয়েছে তাপমাত্রা। সর্বত্রই তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। এই অবস্থায় দেশের ১৬ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যার মধ্যেই দেশের ৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, বুধবার (১৪ মে) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বুধবার দেশের ১৬ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বা এর চেয়ে বেশি গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এমন শঙ্কার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার সকাল পৌনে ৯টা থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টায় পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এই অবস্থায় বেশ কয়েকটি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরামর্শগুলো হলো-

১) বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।

২) জানালা ও দরজা বন্ধ রাখুন।

৩) সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।

৪) নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।

৫) গাছের নিচে আশ্রয় নেবেন না।

৬) কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।

৭) বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন।

৮) জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।

৯) বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।

১০) শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুণ।