ইরানের সঙ্গে পরমাণু চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৫ মে) তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে এবং তেহরান শর্তাবলিতে ‘এক প্রকার’ রাজি হয়েছে।
উপসাগরীয় অঞ্চল সফররত ট্রাম্প বলেছেন, ‘আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির জন্য অত্যন্ত গুরুতর আলোচনায় রয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা হয়তো এটি না করেই একটি চুক্তি করার কাছাকাছি চলে আসছি...এটি করার দুটি ধাপ রয়েছে। একটি খুবই সুন্দর ধাপ এবং আরেকটি সহিংস ধাপ, তবে আমি দ্বিতীয় পদ্ধতিতে যেতে চাই না।’
তবে আলোচনা সম্পর্কে অবগত একটি ইরানি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনো কিছু ব্যবধান রয়েছে যা পূরণ করতে হবে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে শুরু হওয়া আলোচনা ওমানে শেষ হয়েছে গত রোববার। এ বিষয়ে আরও আলোচনার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আলোচনা শেষ হলেও তেহরান প্রকাশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছে।
যদিও তেহরান এবং ওয়াশিংটন উভয়ই বলেছে যে, তারা কয়েক দশক ধরে চলা পারমাণবিক বিরোধ নিষ্পত্তির জন্য কূটনীতিই পছন্দ করে, তবুও তারা কয়েকটি ‘রেড লাইন’ বা অলঙ্ঘনীয় বিষয়ে বিভক্তি আছে দুই দেশের মধ্যে। এই বিভেদ নিরসনে আলোচকদের একটি নতুন চুক্তিতে পৌঁছাতে হবে এবং ভবিষ্যতের সামরিক পদক্ষেপ এড়াতে হবে।
এর আগে, গত মঙ্গলবার ট্রাম্প তেহরানকে মধ্যপ্রাচ্যের ‘সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি’ বলে অভিহিত করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর প্রতিক্রিয়ায় বলেন, ‘ট্রাম্প মনে করেন, তিনি আমাদের ওপর নিষেধাজ্ঞা এবং হুমকি দিয়ে মানবাধিকারের কথা বলতে পারেন। সব অপরাধ এবং আঞ্চলিক অস্থিরতা তাদের (যুক্তরাষ্ট্রের) কারণে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তিনি ইরানের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করতে চান।’
মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করা উচিত। ইরানি কর্মকর্তারা এই অবস্থানকে একটি ‘রেড লাইন’ বা বিপৎসীমা বলে অভিহিত করেছেন এবং বলেছেন, তারা ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার তাদের অধিকার ছেড়ে দেবে না। তবে তারা সমৃদ্ধকরণের মাত্রা কমানোর আগ্রহ প্রকাশ করেছেন। সূত্র : রয়টার্স