ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র নিয়ে নেওয়া উচিত: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র নিয়ে নেওয়া উচিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ)। আজ বৃহস্পতিবার এমনই আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির এক সপ্তাহ পার হতে না হতেই আজ জম্মু ও কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন সিং। সেখানেই এই মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, কাশ্মীরে গিয়ে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর পরিস্থিতি খতিয়ে দেখেছেন রাজনাথ সিং। এই আবহে আজকে তাঁর এই সফর বেশ গুরুত্বপূর্ণ। অপারেশন সিঁদুরের পর এটাই তাঁর প্রথম জম্মু ও কাশ্মীর সফর।

এ সময় রাজনাথ সিং বলেন, ‘আমি প্রথমেই বীর জওয়ানদের কাছে মাথা নত করছি। তারা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে আত্মত্যাগ করেছেন, তাকে শ্রদ্ধা জানাই। একইসঙ্গে পেহেলগামে নিহত নিরপরাধ পর্যটকদেরও শ্রদ্ধা জানাই। আহত জওয়ানদের সাহসিকতাকেও স্যালুট জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’

তিনি আরও বলেন, ‘আজ এই প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের মাঝে আসতে পেরে গর্বিত বোধ করছি। অপারেশন সিঁদুরে আপনারা যা করেছেন, তার জন্য গোটা দেশবাসী গর্বিত। প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পাশাপাশি আমি একজন ভারতীয় নাগরিক। আমি ভারতীয় নাগরিক হিসেবে কৃতজ্ঞতা জানাতে চাই।’

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ব জানে যে আমাদের সেনাবাহিনীর লক্ষ্য সঠিক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার আজ কতটা দৃঢ়, তা বোঝা যায়। আমরা তাদের পারমাণবিক ব্ল্যাকমেইলের পরোয়াও করিনি।’

রাজনাথ বলেন, ‘পুরো বিশ্ব দেখেছে পাকিস্তান কতটা দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে হুমকি দিয়েছে। আজ, শ্রীনগরের মাটি থেকে, আমি এই প্রশ্ন তুলতে চাই যে, পারমাণবিক অস্ত্র কি এত দায়িত্বজ্ঞানহীন ও দুর্বৃত্ত জাতির হাতে নিরাপদ? আমি বিশ্বাস করি, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে নেওয়া উচিত।’

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র নিয়ে নেওয়া উচিত: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র নিয়ে নেওয়া উচিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ)। আজ বৃহস্পতিবার এমনই আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির এক সপ্তাহ পার হতে না হতেই আজ জম্মু ও কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন সিং। সেখানেই এই মন্তব্য করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, কাশ্মীরে গিয়ে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর পরিস্থিতি খতিয়ে দেখেছেন রাজনাথ সিং। এই আবহে আজকে তাঁর এই সফর বেশ গুরুত্বপূর্ণ। অপারেশন সিঁদুরের পর এটাই তাঁর প্রথম জম্মু ও কাশ্মীর সফর।

এ সময় রাজনাথ সিং বলেন, ‘আমি প্রথমেই বীর জওয়ানদের কাছে মাথা নত করছি। তারা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে আত্মত্যাগ করেছেন, তাকে শ্রদ্ধা জানাই। একইসঙ্গে পেহেলগামে নিহত নিরপরাধ পর্যটকদেরও শ্রদ্ধা জানাই। আহত জওয়ানদের সাহসিকতাকেও স্যালুট জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’

তিনি আরও বলেন, ‘আজ এই প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের মাঝে আসতে পেরে গর্বিত বোধ করছি। অপারেশন সিঁদুরে আপনারা যা করেছেন, তার জন্য গোটা দেশবাসী গর্বিত। প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পাশাপাশি আমি একজন ভারতীয় নাগরিক। আমি ভারতীয় নাগরিক হিসেবে কৃতজ্ঞতা জানাতে চাই।’

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ব জানে যে আমাদের সেনাবাহিনীর লক্ষ্য সঠিক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার আজ কতটা দৃঢ়, তা বোঝা যায়। আমরা তাদের পারমাণবিক ব্ল্যাকমেইলের পরোয়াও করিনি।’

রাজনাথ বলেন, ‘পুরো বিশ্ব দেখেছে পাকিস্তান কতটা দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে হুমকি দিয়েছে। আজ, শ্রীনগরের মাটি থেকে, আমি এই প্রশ্ন তুলতে চাই যে, পারমাণবিক অস্ত্র কি এত দায়িত্বজ্ঞানহীন ও দুর্বৃত্ত জাতির হাতে নিরাপদ? আমি বিশ্বাস করি, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে নেওয়া উচিত।’