ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৫১ বছর পর শিরোপা উৎসবে মাতল তারা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / ৩৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এই মৌসুমে এর আগেও ৮ গোল করেছেন ড্যান এনডোয়ে। আগের মৌসুমে মাত্র দুই গোলের পর এই মৌসুম শেষ হওয়ার আগেই ৮ গোলকে মোটেও মন্দ বলা যায় না। তবে গতকাল মৌসুমের নবম গোলটি এখন পর্যন্ত সুইস উইঙ্গারের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল।

গতকাল রাতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল বোলোনিয়ার। ড্যান এন ডোয়ের গোলেই গতকাল এসি মিলানকে হারিয়ে কোপা ইতালিয়া জিতেছে দলটি। ৫১ বছর আগে ১৯৭৪ সালে সর্বশেষ কোপা ইতালিয়া জিতেছিল বোলোনিয়া। এরপর ইতালির শীর্ষ পর্যায়ে আর কোনো ট্রফি জেতেনি উত্তর ইতালির ক্লাবটি।

সিরি ‘আ’তে পয়েন্ট তালিকায় পাশাপাশি থাক দুই ক্লাবের লড়াইয়ে প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে রিকার্দো ওরসোলিনির পা থেকে বল কেড়ে নেন থিও হারনান্দেস। কিন্তু সে বল গিয়ে পড়ে ফাঁকায় থাকা এনডোয়ের পায়ে।

এনডোয়ের গোলে পাওয়া এ জয়ে শুধু শিরোপখরাই দূর হয়নি বোলোনিয়ার, আগামী মৌসুমে ইউরোপা লিগে যাওয়াও নিশ্চিত হলো। ইতালি থেকে পাঁচে থাকা দল ইউরোপা খেলতে পারে, ষষ্ঠ দলটি কনফারেন্স লিগের প্লে-অফে সুযোগ পায়।

লিগে ৩৬ ম্যাচ শেষে সাতে আছে বোলোনিয়া। কিন্তু কালকের জয়ে পরের দুই ম্যাচ নিয়ে আর না ভাবলেও চলছে দলটির। ২৫ বছর পর ইউরোপায় খেলতে যাচ্ছে বোলোনিয়া, অবশ্য এ বছরই ইউরোপের স্বাদ পেয়েছে দলটি। গত মৌসুমে সেরা চারে থাকায় এবার চ্যাম্পিয়নস লিগে খেলেছিল তারা।

৫৩ মিনিটে এন ডোয়ের গোলের পরও হাল ছাড়েনি মিলান। কিন্তু তাদের আক্রমণে খুব বেশি প্রাণ ছিল না।

নিউজটি শেয়ার করুন

৫১ বছর পর শিরোপা উৎসবে মাতল তারা

আপডেট সময় : ০৩:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

এই মৌসুমে এর আগেও ৮ গোল করেছেন ড্যান এনডোয়ে। আগের মৌসুমে মাত্র দুই গোলের পর এই মৌসুম শেষ হওয়ার আগেই ৮ গোলকে মোটেও মন্দ বলা যায় না। তবে গতকাল মৌসুমের নবম গোলটি এখন পর্যন্ত সুইস উইঙ্গারের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল।

গতকাল রাতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল বোলোনিয়ার। ড্যান এন ডোয়ের গোলেই গতকাল এসি মিলানকে হারিয়ে কোপা ইতালিয়া জিতেছে দলটি। ৫১ বছর আগে ১৯৭৪ সালে সর্বশেষ কোপা ইতালিয়া জিতেছিল বোলোনিয়া। এরপর ইতালির শীর্ষ পর্যায়ে আর কোনো ট্রফি জেতেনি উত্তর ইতালির ক্লাবটি।

সিরি ‘আ’তে পয়েন্ট তালিকায় পাশাপাশি থাক দুই ক্লাবের লড়াইয়ে প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে রিকার্দো ওরসোলিনির পা থেকে বল কেড়ে নেন থিও হারনান্দেস। কিন্তু সে বল গিয়ে পড়ে ফাঁকায় থাকা এনডোয়ের পায়ে।

এনডোয়ের গোলে পাওয়া এ জয়ে শুধু শিরোপখরাই দূর হয়নি বোলোনিয়ার, আগামী মৌসুমে ইউরোপা লিগে যাওয়াও নিশ্চিত হলো। ইতালি থেকে পাঁচে থাকা দল ইউরোপা খেলতে পারে, ষষ্ঠ দলটি কনফারেন্স লিগের প্লে-অফে সুযোগ পায়।

লিগে ৩৬ ম্যাচ শেষে সাতে আছে বোলোনিয়া। কিন্তু কালকের জয়ে পরের দুই ম্যাচ নিয়ে আর না ভাবলেও চলছে দলটির। ২৫ বছর পর ইউরোপায় খেলতে যাচ্ছে বোলোনিয়া, অবশ্য এ বছরই ইউরোপের স্বাদ পেয়েছে দলটি। গত মৌসুমে সেরা চারে থাকায় এবার চ্যাম্পিয়নস লিগে খেলেছিল তারা।

৫৩ মিনিটে এন ডোয়ের গোলের পরও হাল ছাড়েনি মিলান। কিন্তু তাদের আক্রমণে খুব বেশি প্রাণ ছিল না।