২১ মে থেকে আবারো চালু হচ্ছে নভোএয়ার, ছাড়ের ঘোষণা

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ৩৫৫ বার পড়া হয়েছে

আগামী ২১ মে থেকে আবারো অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছে নভোএয়ার। যাত্রীরা আজ থেকেই নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। নতুন এই খবরে টিকিটমূল্যে ১৫ শতাংশ ছাড়েরও ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
আজ (বৃহস্পতিবার, ১৫ মে) প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায় , ছাড়ের অফার পেতে যাত্রীদের নভোএয়ারের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে ‘VQWEBAPP’ লিখে টিকিট কিনতে হবে।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘২১ মে থেকে ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। ব্যবসায়ীক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ ছিলো।’
উল্লেখ্য, গত ২ মে থেকে নভোএয়ার এর ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ ছিলো।—প্রেস বিজ্ঞপ্তি