ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অস্থিরতা তৈরিতে গভীর ষড়যন্ত্র চলছে, উপদেষ্টার ওপর হামলাও এর অংশ: এ্যানী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ৩৫৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশকে অস্থিতিশীল করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে একটি গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি এলাকায় এক তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন।

এ্যানী বলেন, ‘দেশের পরিস্থিতিকে উত্তপ্ত করা, স্বাভাবিক পরিবেশকে অস্বাভাবিক করে তোলা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য অদৃশ্য একটি শক্তি সক্রিয়। এবার সেই শক্তি কিছুটা দৃশ্যমান হয়ে উঠছে। বোঝা যাচ্ছে কারা এর পেছনে রয়েছে।’

বিএনপির যুগ্ম মহাসচিব দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার ওপর পানির বোতল ছুড়ে মারার ঘটনাটিও এই ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, ‘এই ঘটনা দিয়ে পক্ষ-বিপক্ষের মধ্যে সংঘাত তৈরি করানো যায়। এ ধরনের উসকানিমূলক কাজই চলছে। ’

এসময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। এখন জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভোটের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপি লড়ছে। তৃণমূল নেতাকর্মীরা পোস্টার-ফেস্টুন লাগিয়ে ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন, যা মাঠে ভোটের পরিবেশ তৈরি করছে।’

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ֹএটি একটি পরিকল্পিত ও রাজনৈতিক ষড়যন্ত্র। কেউ কেউ এটিকে ‘‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উপস্থাপন করতে চায়, কিন্তু এটা বিচ্ছিন্ন কিছু নয়।’

তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে যেসব ছাত্ররা মিছিল করছে, তাদের সঙ্গে সংলাপ দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সীমিত ক্ষমতা থাকায় সব সমস্যার সমাধান তাদের পক্ষে সম্ভব নয়।’

সভায় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।

নিউজটি শেয়ার করুন

অস্থিরতা তৈরিতে গভীর ষড়যন্ত্র চলছে, উপদেষ্টার ওপর হামলাও এর অংশ: এ্যানী

আপডেট সময় : ০৪:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

দেশকে অস্থিতিশীল করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে একটি গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। আজ শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি এলাকায় এক তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন।

এ্যানী বলেন, ‘দেশের পরিস্থিতিকে উত্তপ্ত করা, স্বাভাবিক পরিবেশকে অস্বাভাবিক করে তোলা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য অদৃশ্য একটি শক্তি সক্রিয়। এবার সেই শক্তি কিছুটা দৃশ্যমান হয়ে উঠছে। বোঝা যাচ্ছে কারা এর পেছনে রয়েছে।’

বিএনপির যুগ্ম মহাসচিব দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার ওপর পানির বোতল ছুড়ে মারার ঘটনাটিও এই ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, ‘এই ঘটনা দিয়ে পক্ষ-বিপক্ষের মধ্যে সংঘাত তৈরি করানো যায়। এ ধরনের উসকানিমূলক কাজই চলছে। ’

এসময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। এখন জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভোটের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপি লড়ছে। তৃণমূল নেতাকর্মীরা পোস্টার-ফেস্টুন লাগিয়ে ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন, যা মাঠে ভোটের পরিবেশ তৈরি করছে।’

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ֹএটি একটি পরিকল্পিত ও রাজনৈতিক ষড়যন্ত্র। কেউ কেউ এটিকে ‘‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উপস্থাপন করতে চায়, কিন্তু এটা বিচ্ছিন্ন কিছু নয়।’

তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে যেসব ছাত্ররা মিছিল করছে, তাদের সঙ্গে সংলাপ দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সীমিত ক্ষমতা থাকায় সব সমস্যার সমাধান তাদের পক্ষে সম্ভব নয়।’

সভায় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।