জিজ্ঞাসাবাদ শেষে জবি শিক্ষার্থীকে অভিভাবকের নিকট হস্তান্তর

- আপডেট সময় : ১০:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল ছুড়ে মারার ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তথ্য উপদেষ্টার উপর আক্রমণকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে আজ (শুক্রবার, ১৬ মে) বিকেল ৫টায় উপদেষ্টার উপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবির কার্যালয় আনা হয় বলে জানায় ডিএমপি। পরে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়ার কথা নিশ্চিত করে সংস্থাটি।
ডিবি অফিসে তার সাথে ও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন।
এর আগে দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
গেল বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে কাকরাইলে অবস্থান কর্মসূচিতে তাদের সঙ্গে আলোচনা করতে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
আলোচনা শেষে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলার সময় তার উপর বোতল নিক্ষেপ করা হয়। পরে সেখান থেকে কথা না বলেই স্থান ত্যাগ করেন মাহফুজ আলম।