জেলাভেদে বাজারচিত্র, কোথাও স্বস্তি কোথাও চাপ

- আপডেট সময় : ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৩৫৫ বার পড়া হয়েছে

রাজধানীর বাইরেও বেশিরভাগ বাজারেই কমেছে সবজির দাম। তবে বাড়তি মাছের দর। এদিকে চট্টগ্রামের বাজারে কিছুটা কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। অন্যদিকে, কুষ্টিয়ায় গেল কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ঘাটতি থাকায় ৫০ থেকে ৭০ টাকার নিচে মিলছিল না কোনো সবজি। তবে আজ (শুক্রবার, ১৬ মে) সবজি বাজারের চিত্র উল্টো। সরবরাহ বাড়ায় বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকায়, টমেটো ৫০, ঢেঁড়স ৩০, লাউ ৩০ থেকে ৪০, আলু ২০ এবং শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
গ্রীষ্মকালীন সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে মেহেরপুরের বাজারে। যার ফলে দাম নিম্নমুখী। সপ্তাহের ব্যবধানে কেজিতে সবজির দাম কমেছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।
তবে ময়মনসিংহের মেছুয়া বাজারে খুচরা পর্যায়ে সব ধরনের সবজিতে দাম বেড়েছে পাঁচ থেকে সাত টাকা। কেজিতে ২০ টাকা বেড়ে বেগুন ছুঁয়েছে ৭০ থেকে ৮০ টাকার ঘর। এছাড়া করলা ৪০, পটল ৪০, চিচিঙ্গা ৫০ এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।
এদিকে, মাছের দাম বেড়েছে বরগুনার বাজারে। নদ নদীর মাছের দাম কেজিপ্রতি বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। জেলেরা জানান, সমুদ্রে ৫৮ দিনের নিষেধাজ্ঞা থাকায় ইলিশসহ সামুদ্রিক মাছের সরবরাহ কম। পাশাপাশি তীব্র গরমেও মাছ শিকার ব্যাহত হচ্ছে। বাজারে রুই কাতলা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি দরে। এ ছাড়া পোয়া মাছ ৩৫০ থেকে ৫০০ টাকা, পাবদা ২৮০ থেকে ৩৫০, চিংড়ি ৭০০ থেকে ৮০০ এবং বোয়াল বিক্রি হচ্ছে ৭০০ থেকে এক হাজার টাকায়। তবে দাম অপরিবর্তিত রয়েছে চাষের মাছের।
কয়েকদিনের টানা বৃষ্টিপাতের প্রভাব পড়েছে সিলেটের মাছের বাজারে। দুই একটি জাতের মাছ বাদে অন্যান্য মাছের দাম আগের মতো স্থিতিশীল। তবে বেচাকেনা কম থাকায় লোকসান হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে চট্টগ্রামে ছুটির দিনের বাজারে কম দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগী। নগরের কর্ণফুলী বাজারে আজ (শুক্রবার, ১৬ মে) ব্রয়লার মুরগী বিক্রি হয় ১৭০ টাকা কেজি দরে। কমেছে সোনালী মুরগীর দামও। যা বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি দরে। তবে দেশি মুরগী বিক্রি হচ্ছে বাড়তি দামে, ৬২০ টাকা কেজি দরে।
বিক্রেতারা জানান, ৪ দিন আগেও ব্রয়লার বিক্রি হয়েছে ১৮০ টাকায়। যা গত কয়েকদিনে আবারও কমে এসেছে। এর আগে দশদিন আগে ব্রয়লার বিক্রি হয় ১৮০ টাকায়। গত দশদিন ধরে মুরগীর দাম বেশ উঠানামা করছে জানিয়েছেন বিক্রেতারা। যা কখনো ১৬৫ কখনো ১৮০ টাকায় বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, তীব্র গরমে খামারে মুরগী মারা যাওয়ার ঘটনা বেড়েছে। তাই বাধ্য হয়ে খামারিরা কম দামে মুরগী বাজারে ছেড়ে লোকসানের বোঝা কমাচ্ছেন।
মুরগীর দাম সহনীয় থাকলেও, সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়৷ তবে দাম বাড়তির সুযোগে কোন কোন বিক্রেতা ১৪০ টাকায় ডিম বিক্রি করছেন বলেও অভিযোগ করেছেন ক্রেতারা।
এদিকে স্থিতিশীল আছে গরুর মাংসের দাম। নগরের কর্ণফুলী বাজারে ছুটির দিনে গরু মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।