ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প, বিনিয়োগ ছাড়িয়েছে ২ লাখ কোটি ডলার

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাত সফরে যুক্তরাষ্ট্রের জন্য ২০ হাজার কোটি ডলারের চুক্তি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ৪ দিনের মধ্যপ্রাচ্য সফরে মার্কিন মুল্লুকে বিনিয়োগ ছাড়িয়েছে গেছে ২ লাখ কোটি ডলার। এছাড়াও আগামী ১০ বছরে ওয়াশিংটনে ১ লাখ ৪০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে আবুধাবি।

ক্ষমতা গ্রহণের পর প্রথমবার বিদেশ সফর। আর তাতেই বাজিমাত। ৪ দিনে ৩ দেশ সফরে যুক্তরাষ্ট্রের জন্য মাল্টি বিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট পৌঁছান সংযুক্ত আরব আমিরাতে। দেশটির প্রেসিডেন্ট উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বিমানবন্দর থেকে বরণ করে নেন ট্রাম্পকে। তবে রাতে প্রেসিডেনশিয়াল প্যালেসে জমকালো আয়োজন ও গার্ড অফ অনারের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয় আরেকবার।

এরপর দ্বিপক্ষীয় বৈঠক শেষে ২০ হাজার কোটি ডলারের চুক্তি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বোয়িং ও জিই অ্যারোস্পেসের ২৮টি বিমান কিনতে যুক্তরাষ্ট্রে ১ হাজার ৪৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ইতিহাদ এয়ারওয়েজ। আগামী পাঁচ বছরে উড়োজাহাজের বহরে ৭০টি বিমান যোগ করতে চায় প্রতিষ্ঠানটি।

এছাড়াও একটি প্রযুক্তিভিত্তিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত। এর মাধ্যমে ওয়াশিংটনে বাড়ানো হবে বিনিয়োগ, বিপরীতে কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ কিনতে পারবে আবুধাবি। আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন আল নাহিয়ান। বিপরীতে সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যাশা ট্রাম্পের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আপনাকে হোয়াইট হাউজ সফরের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আপনাদের বন্ধু ও অংশীদার হতে চাই। আপনাদের আত্মবিশ্বাস ও বিনিয়োগকে স্বাগতম। আমিরাতের ইতিহাসের বৃহত্তম বিনিয়োগ আমাদের দেশে করায় আপনাকে ধন্যবাদ।’

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, ‘উন্নয়নকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব আছে। মার্কিন অর্থনীতি, জ্বালানি, অত্যাধুনিক প্রযুক্তি, এআই ও শিল্পখাতে আগামী ১০ বছরে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইউএই।’

এর আগে সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম মসজিদ শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক পরিদর্শন করেন ট্রাম্প। মসজিদের স্থাপত্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ইতিহাসে প্রথমবার মসজিদটি সাময়িক বন্ধ রেখে পরিদর্শনের সুযোগ করে দেয়ার জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানান ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রথমবারের মতো তারা মসজিদটি বন্ধ রখেছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য গর্বের বিষয়। পাশাপাশি আমার জন্যেও সম্মানের। আমার জীবনে এমন সম্মান আগে কখনো পাইনি। আপনাদের সবাইকে এর জন্য ধন্যবাদ।’

চারদিনের মধ্যপ্রাচ্য সফরে যুক্তরাষ্ট্রের জন্য ২ লাখ কোটি ডলারের বেশি বিনিয়োগ নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে কাতারের আমিরের কাছ থেকে উপহার পেয়েছেন ব্যক্তিগত বিমান। তা্ই সফরকে ঐতিহাসিক আখ্যা দিতে দ্বিধা করছেন না বিশ্লেষকেরা।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প, বিনিয়োগ ছাড়িয়েছে ২ লাখ কোটি ডলার

আপডেট সময় : ০৩:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

সংযুক্ত আরব আমিরাত সফরে যুক্তরাষ্ট্রের জন্য ২০ হাজার কোটি ডলারের চুক্তি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ৪ দিনের মধ্যপ্রাচ্য সফরে মার্কিন মুল্লুকে বিনিয়োগ ছাড়িয়েছে গেছে ২ লাখ কোটি ডলার। এছাড়াও আগামী ১০ বছরে ওয়াশিংটনে ১ লাখ ৪০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে আবুধাবি।

ক্ষমতা গ্রহণের পর প্রথমবার বিদেশ সফর। আর তাতেই বাজিমাত। ৪ দিনে ৩ দেশ সফরে যুক্তরাষ্ট্রের জন্য মাল্টি বিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট পৌঁছান সংযুক্ত আরব আমিরাতে। দেশটির প্রেসিডেন্ট উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বিমানবন্দর থেকে বরণ করে নেন ট্রাম্পকে। তবে রাতে প্রেসিডেনশিয়াল প্যালেসে জমকালো আয়োজন ও গার্ড অফ অনারের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয় আরেকবার।

এরপর দ্বিপক্ষীয় বৈঠক শেষে ২০ হাজার কোটি ডলারের চুক্তি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বোয়িং ও জিই অ্যারোস্পেসের ২৮টি বিমান কিনতে যুক্তরাষ্ট্রে ১ হাজার ৪৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ইতিহাদ এয়ারওয়েজ। আগামী পাঁচ বছরে উড়োজাহাজের বহরে ৭০টি বিমান যোগ করতে চায় প্রতিষ্ঠানটি।

এছাড়াও একটি প্রযুক্তিভিত্তিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত। এর মাধ্যমে ওয়াশিংটনে বাড়ানো হবে বিনিয়োগ, বিপরীতে কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ কিনতে পারবে আবুধাবি। আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন আল নাহিয়ান। বিপরীতে সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যাশা ট্রাম্পের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আপনাকে হোয়াইট হাউজ সফরের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আপনাদের বন্ধু ও অংশীদার হতে চাই। আপনাদের আত্মবিশ্বাস ও বিনিয়োগকে স্বাগতম। আমিরাতের ইতিহাসের বৃহত্তম বিনিয়োগ আমাদের দেশে করায় আপনাকে ধন্যবাদ।’

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, ‘উন্নয়নকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব আছে। মার্কিন অর্থনীতি, জ্বালানি, অত্যাধুনিক প্রযুক্তি, এআই ও শিল্পখাতে আগামী ১০ বছরে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইউএই।’

এর আগে সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম মসজিদ শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক পরিদর্শন করেন ট্রাম্প। মসজিদের স্থাপত্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ইতিহাসে প্রথমবার মসজিদটি সাময়িক বন্ধ রেখে পরিদর্শনের সুযোগ করে দেয়ার জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানান ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রথমবারের মতো তারা মসজিদটি বন্ধ রখেছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য গর্বের বিষয়। পাশাপাশি আমার জন্যেও সম্মানের। আমার জীবনে এমন সম্মান আগে কখনো পাইনি। আপনাদের সবাইকে এর জন্য ধন্যবাদ।’

চারদিনের মধ্যপ্রাচ্য সফরে যুক্তরাষ্ট্রের জন্য ২ লাখ কোটি ডলারের বেশি বিনিয়োগ নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে কাতারের আমিরের কাছ থেকে উপহার পেয়েছেন ব্যক্তিগত বিমান। তা্ই সফরকে ঐতিহাসিক আখ্যা দিতে দ্বিধা করছেন না বিশ্লেষকেরা।