যুক্তরাষ্ট্রে হাম শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৪:০০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে হাম রোগে শনাক্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সংক্রমণ ঊর্ধ্বমুখী ১১টি অঙ্গরাজ্যে। সবশেষ বৃহস্পতিবার নতুন করে তিনজনের দেহে সংক্রামক রোগটি শনাক্ত হয় নিউ মেক্সিকো ও নর্থ ডাকোটায়।
সংক্রমণ সবচেয়ে বেশি টেক্সাসে। এছাড়া ওকলাহোমা, কানসাস, ইন্ডিয়ানা, মিশিগান, মন্টানা, ওহাইও, পেনসিলভানিয়া আর টেনেজিতেও সক্রিয়ভাবে ছড়াচ্ছে রোগটি। টিকা না নেয়া দুই শিশু এবং এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রাণ হারিয়েছে হামে।
প্রতিবেশী কানাডা আর মেক্সিকোতেও দ্রুতগতিতে ছড়াচ্ছে হাম। উত্তর আমেরিকার দেশ দু’টির মধ্যে কানাডায় শুধু অন্টারিও আর অ্যালবার্টায় শনাক্ত হয়েছে প্রায় দুই হাজার হাম রোগী। মেক্সিকোর চিহুয়াহুয়ায় এ সংখ্যা ১২শ’।