‘প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ দেশ গঠনে বিএনপি কাজ করছে’

- আপডেট সময় : ০১:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ৩৫৭ বার পড়া হয়েছে

প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ দেশ গঠনে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
আজ (শনিবার, ১৭ মে) সকালে বাউল দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
মঈন খান বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ দেশ গঠনে বিএনপি কাজ করছে।’ তিনি বলেন, বিএনপি দেশের স্বাধীনতা আর গণতন্ত্রে বিশ্বাস করে।‘ গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠ নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।
ড. মঈন খান বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বিএনপি বিশ্বাস করে, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। কিন্তু আওয়ামী লীগ স্বাধীনতার দাবি করলেও, তারাই এ দেশে গণতন্ত্র ধ্বংস করেছে।’
তিনি আরও বলেন, ‘দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসতে হবে।’