ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হজযাত্রীদের নিরাপত্তা-সেবা নিশ্চিতে তৎপর সৌদি সরকার

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হজযাত্রীদের সেবা নিশ্চিতে পূর্বের ঘোষণা অনুযায়ী তৎপরতা শুরু করেছে সৌদি আরব সরকার। হজ পারমিট ছাড়া মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে অন্তত ৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ, জোরদার করা হয়েছে শুল্ক ব্যবস্থা। হজ যাত্রীদের সেবা নিশ্চিতে ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ৭১টি জরুরি সেবা কেন্দ্র ও ৪০০টি বাসও প্রস্তুত রাখার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

লাখ লাখ হজযাত্রীর ঢল নামছে সৌদি আরবে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৈধ হজযাত্রীদের সেবা নিশ্চিতেও তৎপর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এরই মধ্যে হজের অনুমোদন ছাড়া মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে ৪ ইন্দোনেশীয়কে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তারা কোরবানির পশু জবাই পরিষেবা দেয়ার মিথ্যা দাবি করে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করছিলো বলে অভিযোগ রয়েছে।

এই ব্যক্তিদের পরিবহন সেবা দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক মিশরীয়কেও। হজ মৌসুমে হজের পারমিট ছাড়া মক্কা-মদিনায় অবস্থানের দায়ে ৫ হাজার ৩০০ ডলার জরিমানা, জেল অথবা সৌদি আরবে ১০ বছরের জন্য পুনঃপ্রবেশ নিষিদ্ধের বিধান রয়েছে।

হজযাত্রী ফ্লাইট শুরু হওয়ায় দেশের শুল্ক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও জোরদারে নতুন নীতি ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এর আওতায় দেশটিতে প্রবেশ বা প্রস্থান করার সময় ৬০ হাজার রিয়াল বা ১৬ হাজার ডলারের বেশি অর্থ, স্বর্ণ বা অন্য কোনো মূল্যবান জিনিসপত্র থাকলে তা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে হজযাত্রীদের। অন্যথায় সম্মুখীন হতে হবে জরিমানা ও আইনি জটিলতার।

এদিকে হজযাত্রীদের সেবা নিশ্চিতে ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ৭১টি জরুরি সেবা কেন্দ্র ও ৪০০টি বাসও প্রস্তুত রেখেছে সৌদি আরব। ১৫ জ্বিলকদ থেকে ৩০ জ্বিলহজ্জ পর্যন্ত ১২টি রুটে ৪০০টি বাস চলাচল করবে। বাসগুলো ৪৩১টি স্টপেজ এবং চারটি কেন্দ্রীয় স্টেশনে থামবে।

এছাড়াও প্রশস্ত ফুটপাত এবং ছায়াযুক্ত হাঁটার পথ নিশ্চিতের মাধ্যমে হজযাত্রীদের সেবার মান উন্নয়নের চেষ্টা করা হয়েছে। পথে ছায়া নিশ্চিতে লাগানো হয়েছে ১০ হাজার গাছ।

এছাড়া ৪০০টি নতুন ওয়াটার কুলার স্থাপন করা হয়েছে। হজের সময় হাজীদের চলাচলকে সহজ করতে গত বছর চালু হওয়া বৈদ্যুতিক স্কুটার পরিষেবাটি এবারও রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

হজযাত্রীদের নিরাপত্তা-সেবা নিশ্চিতে তৎপর সৌদি সরকার

আপডেট সময় : ০৪:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

হজযাত্রীদের সেবা নিশ্চিতে পূর্বের ঘোষণা অনুযায়ী তৎপরতা শুরু করেছে সৌদি আরব সরকার। হজ পারমিট ছাড়া মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে অন্তত ৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ, জোরদার করা হয়েছে শুল্ক ব্যবস্থা। হজ যাত্রীদের সেবা নিশ্চিতে ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ৭১টি জরুরি সেবা কেন্দ্র ও ৪০০টি বাসও প্রস্তুত রাখার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

লাখ লাখ হজযাত্রীর ঢল নামছে সৌদি আরবে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৈধ হজযাত্রীদের সেবা নিশ্চিতেও তৎপর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এরই মধ্যে হজের অনুমোদন ছাড়া মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে ৪ ইন্দোনেশীয়কে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তারা কোরবানির পশু জবাই পরিষেবা দেয়ার মিথ্যা দাবি করে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করছিলো বলে অভিযোগ রয়েছে।

এই ব্যক্তিদের পরিবহন সেবা দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক মিশরীয়কেও। হজ মৌসুমে হজের পারমিট ছাড়া মক্কা-মদিনায় অবস্থানের দায়ে ৫ হাজার ৩০০ ডলার জরিমানা, জেল অথবা সৌদি আরবে ১০ বছরের জন্য পুনঃপ্রবেশ নিষিদ্ধের বিধান রয়েছে।

হজযাত্রী ফ্লাইট শুরু হওয়ায় দেশের শুল্ক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও জোরদারে নতুন নীতি ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এর আওতায় দেশটিতে প্রবেশ বা প্রস্থান করার সময় ৬০ হাজার রিয়াল বা ১৬ হাজার ডলারের বেশি অর্থ, স্বর্ণ বা অন্য কোনো মূল্যবান জিনিসপত্র থাকলে তা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে হজযাত্রীদের। অন্যথায় সম্মুখীন হতে হবে জরিমানা ও আইনি জটিলতার।

এদিকে হজযাত্রীদের সেবা নিশ্চিতে ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ৭১টি জরুরি সেবা কেন্দ্র ও ৪০০টি বাসও প্রস্তুত রেখেছে সৌদি আরব। ১৫ জ্বিলকদ থেকে ৩০ জ্বিলহজ্জ পর্যন্ত ১২টি রুটে ৪০০টি বাস চলাচল করবে। বাসগুলো ৪৩১টি স্টপেজ এবং চারটি কেন্দ্রীয় স্টেশনে থামবে।

এছাড়াও প্রশস্ত ফুটপাত এবং ছায়াযুক্ত হাঁটার পথ নিশ্চিতের মাধ্যমে হজযাত্রীদের সেবার মান উন্নয়নের চেষ্টা করা হয়েছে। পথে ছায়া নিশ্চিতে লাগানো হয়েছে ১০ হাজার গাছ।

এছাড়া ৪০০টি নতুন ওয়াটার কুলার স্থাপন করা হয়েছে। হজের সময় হাজীদের চলাচলকে সহজ করতে গত বছর চালু হওয়া বৈদ্যুতিক স্কুটার পরিষেবাটি এবারও রাখা হয়েছে।