ডিসেম্বরের আগেই নির্বাচন হতে হবে: আমীর খসরু

- আপডেট সময় : ০৪:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ৩৬৯ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ইস্যুতে শেখ হাসিনার সুরেই কথা বলছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, ‘ডিসেম্বরের আগেই নির্বাচন হতে হবে, আগস্ট থেকে সেপ্টেম্বরেও হতে পারে। নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই।’ আজ (রোববার, ১৮ মে) দুপুরে বনানীতে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ঐকমত্যে যাওয়া সংস্কার প্রকাশ করে সেগুলো সমাধান করে দ্রুত রোডম্যাপ দেয়ার আহ্বান, যত বিলম্বিত হচ্ছে মানুষের মধ্যে শঙ্কা বাড়ছে।’
তিনি আরো বলেন, ‘কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের সংস্কার দেখতে চাই না। মানুষ মালিকানা ফিরে পেতে চায়, নির্বাচন চায়।’
খসরু বলেন, ‘নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে অন্তর্বর্তী সরকার বড় বড় মেগা প্রকল্প নিচ্ছে। দেশে উন্নয়ন করছে, শেখ হাসিনার মত দেখাতে চাচ্ছে।’
চট্টগ্রাম বন্দর হস্তান্তর মানবিক করিডোর দেয়াসহ বিভিন্ন কাজে বর্তমান সরকার ব্যস্ত যদিও তাদের এ কাজের ম্যান্ডেট নেই বলে জানান তিনি।
তিনি বলেন, ‘করিডোর ও বিনিয়োগের ইস্যুতে দেশ সংকটে। এটি নির্বাচিত সরকারের বিষয়। করিডরের ম্যান্ডেট কে দিয়েছে এদের?’
আমীর খসরু আরো বলেন, ‘আওয়ামী লীগের যারা অতীতে অপকর্মের সঙ্গে জড়িত নয় তারা বিএনপিতে আসতে পারবেন। দল বিষয় না, অপকর্ম না করলে বিএনপি তাদের নেবে।’
তিনি বলেন, ‘সহাবস্থানের রাজনীতি চায় বিএনপি। সহনশীল সাংঘর্ষিক রাজনীতি চায় না তারা। মানুষ সাংঘর্ষিক মব রাজনীতি আর দেখতে চায় না। ভিন্নমত পোষণ করেও ভিন্ন রাজনৈতিক ধারানা চালু করতে চায় বিএনপি।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইসরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেয়ার সমালোচনা করে খসরু বলেন, ‘আদালতের রায় মানা হচ্ছে না। আমদানি করে বিভিন্ন জায়গা থেকে লোক এনে বসানো হচ্ছে।’