বলিউডের মুখোরোচক খবরের আখড়া করণ জোহরের টক শো। তারকাদের ভেতরের খবর যেন বের করতে ওস্তাদ করণ। ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ করণের সঙ্গে কফির নতুন আড্ডাও জমে উঠেছে বেশ।
প্রায় একে একে সব তারকা ডাক পাচ্ছেন এই শো-এ। বহু বছর ধরে চলা এই শোয়ের টিআরপি-ও মারাত্মক।
আলিয়া-রণবীরের প্রেমচর্চা থেকে কিয়ারা-সিদ্ধার্থের সম্পর্কের গুঞ্জন, সবটাই উঠে এসেছিল করণের কথার ভাজে। এমনকী তারকাদের সঙ্গে যৌনতা নিয়ে খোলামেলা আলোচনাতেও পিছিয়ে নেই করণ।
বহু তারকারা বহুবার এই শোয়ে এলেও শুধু আমন্ত্রণ পাচ্ছেন না তাপসী পান্নু। কিন্তু কেন? প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে অভিনেত্রী যা বললেন তাতে অবাক সকলে। তবে হ্যাঁ, বরাবরের মতো বুদ্ধিমত্তার সঙ্গে সোজাসাপ্টা জবাবই দিয়েছেন তিনি। এমন উত্তর যেন শুধু তার কাছ থেকেই আশা করা যেত। মজার ছলে তাপসীর জবাব ছিল, ‘আমার যৌনজীবন তো অত মশলাদার নয়! তাই হয়তো ডাকা হয় না।’
প্রসঙ্গত, বলিউডের পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে তাপসী পান্নুর অভিনয় নজর কেড়েছে দর্শক থেকে শুরু করে ফিল্ম সমালোচকদেরও। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়ে তিনি এতইটাই মনযোগী যে নিজের স্বামীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন না তিনি।
অভিনেত্রীর স্পষ্ট বাক্য, ‘আমার পার্টনারকে কখনোই এসব বিষয়ে কিছু বলি না। আমার প্রফেশনাল লাইফ, ব্যক্তিগত জীবনের থেকে অনেক অনেক দূরে রাখি।’
অভিনেত্রীর এমন অনেক ঘটনার প্রেক্ষিতেই তার ভক্ত ও নেটিজেনদের অনুমান, বাস্তবজীবন তথা স্বামী বা সংসার নিয়ে তার কোনো গভীর গল্প নেই; কাজেই পর্দার তুলনায় তার বাস্তবজীবন যে অনেকটাই ভিন্ন-তা বলাই যায়।