গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে বড় অগ্রগতি

- আপডেট সময় : ০১:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির জন্য ফের আলোচনা শুরু করেছে হামাস ও ইসরায়েল। গতকাল শনিবার দোহায় কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
একজন ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে নয়জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস।
প্রস্তাবিত নতুন চুক্তিতে বলা হয়েছে, গাজায় প্রতিদিন ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশে এবং গাজা থেকে রোগীদের সরিয়ে নেয়ার অনুমতি দেবে ইসরায়েল। তবে গাজায় এখনই যুদ্ধ শেষ করার এবং সেখান সেনা সরিয়ে নেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইসরায়েলি সরকার।
এর আগে গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে আরব লীগকে আহ্বান জানায় হামাস। এদিকে, যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার আল মাইয়াসিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৩৬ ফিলিস্তিনি।