পাচারকারীদের জব্দ করা টাকা কোথায় ব্যয় হবে, জানালেন গভর্নর

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ৩৫৪ বার পড়া হয়েছে

পলাতক পাচারকারীদের লুটের জব্দ করা টাকা ও শেয়ার দরিদ্রদের জন্য ও জনহিতকর কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, এ লক্ষ্যে তৈরি করা হবে ফান্ড ।
সোমবার (১৯ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আহসান এইচ মনসুর বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে চার থেকে পাঁচ বছর লেগে যাবে। তবে এক বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা যাবে।
আইনের সঠিক ধারা মেনেই সবকিছু করা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে আইন সংশোধন করা হবে।