বার্সেলোনার হারের দিন জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্ধী রিয়াল

- আপডেট সময় : ০৪:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

মৌসুমের শেষ দিকে এসে পরাজয়ের স্বাদ পেল আগেই চ্যাম্পিয়ন বনে যাওয়া বার্সেলোনা। ডিসেম্বরের শেষ দিকের পর এটি ছিল বার্সেলোনার প্রথম লিগ হার।
লা’লিগায় চলতি মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনার হারের দিন জয় পেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্ধী রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই ভিয়ারিয়ালের বিপক্ষে পিছিয়ে পড়ে বার্সা। প্রথমার্ধের শেষ দশ মিনিটে লামিন ইয়ামাল ও ফারমিন লোপজের গোলে লিড নিয়েই বিরতিতে যায় কাতালানরা।
পরের অর্ধে বল পায়ে আধিপত্য না রাখতে পারলেও দুই গোল করে ভিয়ারিয়াল। বার্সার বিপক্ষে ৩-২ গোলের চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত হলো তাদের।
দিনের আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪৮ মিনিটেই দুই লাল কার্ডে ৯ জনের দলে পরিণত হয় সেভিয়া। এরপরেও গোল আদায় করতে খাবি খাচ্ছিলেন এমবাপ্পে- ভিনিসিয়াস জুনিয়ররা। অবশেষে ৭৫ মিনিটে জালের দেখা পান এমবাপ্পে।
এর ১৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। শেষপর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোরা।