কাউকে সংগঠিত করার জন্য ড. ইউনূসকে ক্ষমতায় বসানো হয়নি মন্তব্য করে সরকারকে কারো কথায় কান না দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ (সোমবার, ১৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে আইনশৃঙ্খলার অবনতি ও নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
এসময় জয়নুল আবদিন ফারুক বলেন, ‘করিডর ও নির্বাচন ইস্যুই প্রমাণ করে ড. ইউনূসের আশপাশে হাসিনার দোসররা অবস্থান করছেন। করিডর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়, এটি নির্বাচিত সরকারের কাজ।’
দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে উল্লেখ করে সংসদ থেকেই করিডরের সিদ্ধান্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশ ঘিরে আন্তর্জাতিক মহলে গভীর চক্রান্ত চলছে। কেউ কেউ চাইছে একটি পক্ষকে সংগঠিত করে সুবিধা আদায় করতে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলছি, ড. ইউনূসকে কাউকে সংগঠিত করার জন্য ক্ষমতায় বসানো হয়নি।
ফারুক বলেন, জনগণের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ও দৃঢ় থাকতে হবে।