ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খাবার প্রবেশে অনুমতি, গাজার নিয়ন্ত্রণ চায় ইসরায়েল

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১১ সপ্তাহ অবরোধ করে রাখার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় সীমিত পরিসরে খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। গাজায় ‘যাতে দুর্ভিক্ষ দেখা না দেয়’, তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। এতে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ নিয়ে সুপারিশ করার পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে ‘গাজাজুড়ে বিস্তৃত স্থল অভিযান শুরু করার’ কয়েক ঘণ্টার মধ্যে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার এ ঘোষণা এল। এতে বলা হয়, ‘মানবিক সহায়তার নিয়ন্ত্রণ হামাসের হাতে যাতে না যায়, তা নিশ্চিত করার জন্য ইসরায়েল পদক্ষেপ নেবে। এ ছাড়া সহায়তা যেন হামাস সন্ত্রাসীদের কাছে পৌঁছাতে না পারে, সে ব্যবস্থাও নেওয়া হবে।’

গত ১১ মাসে গাজায় কোনো খাদ্য, জ্বালানি বা ওষুধ প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এ কারণে অবরোধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলের ওপর ক্রমবর্ধমান চাপ বাড়ছিল।

ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গাজার দিকে ত্রাণবাহী গাড়ি যেতে দেখা গেছে। ইসরায়েল ও গাজার মধ্যবর্তী কেরেম শালোম ক্রসিংয়ে মানবিক ত্রাণ বহনকারী বেশ কয়েকটি ট্রাকের ছবি দেখা গেছে। তবে এখন পর্যন্ত ক্রসিংয়ে কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মিশরের আরিশ শহরেও ত্রাণ ট্রাকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে।

চলতি মাসের শুরুতে গাজার বৃহত্তম ত্রাণ সরবরাহকারী জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (উনআরডব্লিউএ) জানিয়েছে, ৩ হাজারের বেশি ট্রাক ভূখণ্ডের বাইরে আটকে আছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, গাজার পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে নেবে তারা। সেখানে হামাসের কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়া টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে তিনি এ কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

খাবার প্রবেশে অনুমতি, গাজার নিয়ন্ত্রণ চায় ইসরায়েল

আপডেট সময় : ০৪:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

১১ সপ্তাহ অবরোধ করে রাখার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় সীমিত পরিসরে খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। গাজায় ‘যাতে দুর্ভিক্ষ দেখা না দেয়’, তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। এতে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ নিয়ে সুপারিশ করার পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে ‘গাজাজুড়ে বিস্তৃত স্থল অভিযান শুরু করার’ কয়েক ঘণ্টার মধ্যে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার এ ঘোষণা এল। এতে বলা হয়, ‘মানবিক সহায়তার নিয়ন্ত্রণ হামাসের হাতে যাতে না যায়, তা নিশ্চিত করার জন্য ইসরায়েল পদক্ষেপ নেবে। এ ছাড়া সহায়তা যেন হামাস সন্ত্রাসীদের কাছে পৌঁছাতে না পারে, সে ব্যবস্থাও নেওয়া হবে।’

গত ১১ মাসে গাজায় কোনো খাদ্য, জ্বালানি বা ওষুধ প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এ কারণে অবরোধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলের ওপর ক্রমবর্ধমান চাপ বাড়ছিল।

ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গাজার দিকে ত্রাণবাহী গাড়ি যেতে দেখা গেছে। ইসরায়েল ও গাজার মধ্যবর্তী কেরেম শালোম ক্রসিংয়ে মানবিক ত্রাণ বহনকারী বেশ কয়েকটি ট্রাকের ছবি দেখা গেছে। তবে এখন পর্যন্ত ক্রসিংয়ে কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মিশরের আরিশ শহরেও ত্রাণ ট্রাকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে।

চলতি মাসের শুরুতে গাজার বৃহত্তম ত্রাণ সরবরাহকারী জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (উনআরডব্লিউএ) জানিয়েছে, ৩ হাজারের বেশি ট্রাক ভূখণ্ডের বাইরে আটকে আছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, গাজার পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে নেবে তারা। সেখানে হামাসের কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়া টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে তিনি এ কথা বলেন।