ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (সোমবার, ১৯ মে) সকাল ৯টার দিকে নুসরাতকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করেন আদালত। এ সময় এজলাসে কান্নায় ভেঙ্গে পড়েন নুসরাত ফারিয়া।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রাখেন নুসরাত ফারিয়া। আওয়ামী লীগ ও শেখ হাসিনার আস্থাভাজন হতে, শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। অনলাইন জুয়ার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।’

জুলাই আন্দোলনের সময় নুসরাত ফারিয়া বিদেশে অবস্থান করেছেন। আন্দোলন দমনে কীভাবে তিনি ছাত্রজনতার বিপক্ষে অবস্থান করেছেন? রাষ্ট্রপক্ষকে প্রশ্ন ছুঁড়ে দেন ফারিয়ার আইনজীবী অ্যাড. ফারহান মোহাম্মদ আরাফ।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘বিদেশে অবস্থান করেও তথ্য-প্রযুক্তির মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রাখা যায়। যা তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে।’

আদালতের এজলাসে শুনানি চলাকালে নুসরাত ফারিয়াকে অনেকটা বিমর্ষ অবস্থায় দেখা যায়। শুনানির পুরোটা সময় ছিলেন চুপচাপ।

এর আগে, রোববার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে ইমিগ্রেশন চেকপোস্টে গেলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

গণঅভ্যুত্থানের সময় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হলেও পরে সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়।

প্রসঙ্গত, রেডিও জকি (আরজে) হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ২০১৩ সালে নাম লেখান উপস্থাপক হিসেবে। কয়েকটি নাটকেও অভিনয় করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমায় বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমায়ই দুর্দান্ত সাড়া ফেলেন।

এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন। সবশেষ গত ঈদে তার অভিনীত ‘জিন-৩’ সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।

২০২৩ সালে নুসরাত ফারিয়া শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর এ সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপক সমালোচিত হন তিনি।

নিউজটি শেয়ার করুন

নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত

আপডেট সময় : ০৪:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (সোমবার, ১৯ মে) সকাল ৯টার দিকে নুসরাতকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করেন আদালত। এ সময় এজলাসে কান্নায় ভেঙ্গে পড়েন নুসরাত ফারিয়া।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রাখেন নুসরাত ফারিয়া। আওয়ামী লীগ ও শেখ হাসিনার আস্থাভাজন হতে, শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। অনলাইন জুয়ার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।’

জুলাই আন্দোলনের সময় নুসরাত ফারিয়া বিদেশে অবস্থান করেছেন। আন্দোলন দমনে কীভাবে তিনি ছাত্রজনতার বিপক্ষে অবস্থান করেছেন? রাষ্ট্রপক্ষকে প্রশ্ন ছুঁড়ে দেন ফারিয়ার আইনজীবী অ্যাড. ফারহান মোহাম্মদ আরাফ।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘বিদেশে অবস্থান করেও তথ্য-প্রযুক্তির মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রাখা যায়। যা তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে।’

আদালতের এজলাসে শুনানি চলাকালে নুসরাত ফারিয়াকে অনেকটা বিমর্ষ অবস্থায় দেখা যায়। শুনানির পুরোটা সময় ছিলেন চুপচাপ।

এর আগে, রোববার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে ইমিগ্রেশন চেকপোস্টে গেলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

গণঅভ্যুত্থানের সময় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হলেও পরে সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়।

প্রসঙ্গত, রেডিও জকি (আরজে) হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ২০১৩ সালে নাম লেখান উপস্থাপক হিসেবে। কয়েকটি নাটকেও অভিনয় করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমায় বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমায়ই দুর্দান্ত সাড়া ফেলেন।

এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন। সবশেষ গত ঈদে তার অভিনীত ‘জিন-৩’ সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।

২০২৩ সালে নুসরাত ফারিয়া শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর এ সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপক সমালোচিত হন তিনি।