ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শেখ হাসিনা-কামাল-আইভীসহ ২১২ জনের নামে নারায়ণগঞ্জে মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / ৩৯৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশ মাস পর আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ নজরুল ইসলাম বাবু। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো একশ’ থেকে দেড়শ’ জনকে আসামি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

গত বছরের ২০ জুলাই গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল মিয়ার (২০) মা রুনা বেগম বাদী হয়ে চলতি বছরের ১৬ মে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ২০২৪ এর সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে সারা বাংলাদেশে চলা ছাত্র-জনতার আন্দোলনে তার ছেলেও যোগ দেয়। সেই মামলার ১ থেকে ৬ নং আসামিদের নির্দেশে এজাহারে উল্লেখিত অন্য আসামীরাসহ ১০০- ১৫০ জন অজ্ঞাত আসামিদের হাতে-থাকা দা, ছেনি, লাঠি-সোটা, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল, ও ইট পাটকেল দিয়ে গত বছরের ২০ জুলাই বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে ছাত্র-জনতার ওপর হামলা করে।

এসময় আমার ছেলে সজল মিয়া পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে দেশের পরিস্থিতি বেগতিক দেখে ময়নাতদন্ত না করে আমার ছেলের মৃতদেহ দ্রুত গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করি।

মামলায় আরো উল্লেখ করা হয় শেখ হাসিনা, ওবাইদুল কাদের, আসাদুজ্জামান খাঁন কামাল, ডা. সেলিনা হায়াত আইভীদের প্ররোচনায় এবং শামিম ওসমান, আজমেরি ওসমান ও অয়ন ওসমানদের উপস্থিতিতে ও তাদের নির্দেশে আসামিরা ছাত্র-জনতাকে মারপিটসহ গুলি করে হত্যা করে।

উল্লেখ্য মামলার ১ থেকে ৬ নং আসামিদের পাঁচ জনই পলাতক থাকায় এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে গত ৯ মে ভোরে পুলিশ নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে তার বাসা থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনা-কামাল-আইভীসহ ২১২ জনের নামে নারায়ণগঞ্জে মামলা

আপডেট সময় : ০৪:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশ মাস পর আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ নজরুল ইসলাম বাবু। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো একশ’ থেকে দেড়শ’ জনকে আসামি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

গত বছরের ২০ জুলাই গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল মিয়ার (২০) মা রুনা বেগম বাদী হয়ে চলতি বছরের ১৬ মে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ২০২৪ এর সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে সারা বাংলাদেশে চলা ছাত্র-জনতার আন্দোলনে তার ছেলেও যোগ দেয়। সেই মামলার ১ থেকে ৬ নং আসামিদের নির্দেশে এজাহারে উল্লেখিত অন্য আসামীরাসহ ১০০- ১৫০ জন অজ্ঞাত আসামিদের হাতে-থাকা দা, ছেনি, লাঠি-সোটা, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল, ও ইট পাটকেল দিয়ে গত বছরের ২০ জুলাই বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে ছাত্র-জনতার ওপর হামলা করে।

এসময় আমার ছেলে সজল মিয়া পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে দেশের পরিস্থিতি বেগতিক দেখে ময়নাতদন্ত না করে আমার ছেলের মৃতদেহ দ্রুত গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করি।

মামলায় আরো উল্লেখ করা হয় শেখ হাসিনা, ওবাইদুল কাদের, আসাদুজ্জামান খাঁন কামাল, ডা. সেলিনা হায়াত আইভীদের প্ররোচনায় এবং শামিম ওসমান, আজমেরি ওসমান ও অয়ন ওসমানদের উপস্থিতিতে ও তাদের নির্দেশে আসামিরা ছাত্র-জনতাকে মারপিটসহ গুলি করে হত্যা করে।

উল্লেখ্য মামলার ১ থেকে ৬ নং আসামিদের পাঁচ জনই পলাতক থাকায় এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে গত ৯ মে ভোরে পুলিশ নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে তার বাসা থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।