ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জিম্মির বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে অর্ধেক জীবিত ইসরায়েলি জিম্মিকে ফেরতের বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে নেতানিয়াহুর দেশ। রোববার ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কান এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বরাতে বার্তা সংস্থা আনাদুলু বলছে, কাতারের দোহায় আলোচনার সময় এই প্রস্তাব দেয়া হয়। ইসরায়েল ধারণা করছে, গাজায় এখনো ৫৮ জন জিম্মি রয়েছে। তাদের মধ্যে ২০ জনকে জীবিত বলে মনে করা হচ্ছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় ভবিষ্যতের যুদ্ধ নিয়ে আলোচনা হবে। তখন এজেন্ডায় থাকবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর অস্ত্র ছাড়ার বিষয় এবং তাদের নেতাদের বিতাড়নের কথাও। এই দুটি শর্ত ইসরায়েল বারবার জোর দিয়ে বলেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, দোহার সর্বশেষ আলোচনায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যুদ্ধ বন্ধের বিনিময়ে হামাস যোদ্ধাদের নির্বাসন এবং গাজা উপত্যকার নিরস্ত্রীকরণের প্রস্তাব দেয়া হয়েছে। এর আগে হামাস এই শর্তগুলো প্রত্যাখ্যান করেছিল।

হামাস বলেছে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনি জমি দখল অব্যাহত রাখবে, ততক্ষণ তারা অস্ত্র ছাড়বে না। একজন হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইসরায়েলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তারা জিম্মিদের মুক্তি চায়, তবে যুদ্ধ বন্ধের কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। যুদ্ধ বন্ধ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব পুনরায় দিয়েছে হামাস।

এদিকে দুই মাসের যুদ্ধবিরতির বিনিময়ে নয়জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন হামাস কর্মকর্তা সামি আবু জুহরি। আল-আকসা টিভির সাথে এক সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন যে আন্তর্জাতিক গ্যারান্টি অনুসারে ইসরায়েল যুদ্ধ শেষ করতে রাজি হলে গোষ্ঠীটি বন্দিদের গণহারে মুক্তি দিতে প্রস্তুত।

তার কথায়, “একটি চুক্তিতে পৌঁছানোর পরিবেশ তৈরি করার জন্য আমরা সেনা সদস্য এডান আলেকজান্ডারকে হস্তান্তরের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু মার্কিন প্রশাসন আমাদের পদক্ষেপের প্রশংসা করেনি।”

তিনি বলেন, হামাস তার ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন নয় এবং “ইসরায়েলি সেনাবাহিনীর সাথে বিশাল সামরিক ভারসাম্যহীনতা সত্ত্বেও তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে”।

নিউজটি শেয়ার করুন

জিম্মির বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের

আপডেট সময় : ০৪:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে অর্ধেক জীবিত ইসরায়েলি জিম্মিকে ফেরতের বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে নেতানিয়াহুর দেশ। রোববার ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কান এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বরাতে বার্তা সংস্থা আনাদুলু বলছে, কাতারের দোহায় আলোচনার সময় এই প্রস্তাব দেয়া হয়। ইসরায়েল ধারণা করছে, গাজায় এখনো ৫৮ জন জিম্মি রয়েছে। তাদের মধ্যে ২০ জনকে জীবিত বলে মনে করা হচ্ছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় ভবিষ্যতের যুদ্ধ নিয়ে আলোচনা হবে। তখন এজেন্ডায় থাকবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর অস্ত্র ছাড়ার বিষয় এবং তাদের নেতাদের বিতাড়নের কথাও। এই দুটি শর্ত ইসরায়েল বারবার জোর দিয়ে বলেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, দোহার সর্বশেষ আলোচনায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যুদ্ধ বন্ধের বিনিময়ে হামাস যোদ্ধাদের নির্বাসন এবং গাজা উপত্যকার নিরস্ত্রীকরণের প্রস্তাব দেয়া হয়েছে। এর আগে হামাস এই শর্তগুলো প্রত্যাখ্যান করেছিল।

হামাস বলেছে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনি জমি দখল অব্যাহত রাখবে, ততক্ষণ তারা অস্ত্র ছাড়বে না। একজন হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইসরায়েলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তারা জিম্মিদের মুক্তি চায়, তবে যুদ্ধ বন্ধের কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। যুদ্ধ বন্ধ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব পুনরায় দিয়েছে হামাস।

এদিকে দুই মাসের যুদ্ধবিরতির বিনিময়ে নয়জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন হামাস কর্মকর্তা সামি আবু জুহরি। আল-আকসা টিভির সাথে এক সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন যে আন্তর্জাতিক গ্যারান্টি অনুসারে ইসরায়েল যুদ্ধ শেষ করতে রাজি হলে গোষ্ঠীটি বন্দিদের গণহারে মুক্তি দিতে প্রস্তুত।

তার কথায়, “একটি চুক্তিতে পৌঁছানোর পরিবেশ তৈরি করার জন্য আমরা সেনা সদস্য এডান আলেকজান্ডারকে হস্তান্তরের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু মার্কিন প্রশাসন আমাদের পদক্ষেপের প্রশংসা করেনি।”

তিনি বলেন, হামাস তার ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন নয় এবং “ইসরায়েলি সেনাবাহিনীর সাথে বিশাল সামরিক ভারসাম্যহীনতা সত্ত্বেও তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে”।