শাকিবের ‘তাণ্ডব’ বয়কটের ডাক ভারতে

- আপডেট সময় : ১১:২৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ৩৫৫ বার পড়া হয়েছে

মুক্তি পেল রায়হান রাফী পরিচালিত নতুন ছবি ‘তাণ্ডব’-এর ঝলক। সেই ছবিতে শাকিব খানের সঙ্গে দেখা যাচ্ছে জয়া আহসানকে। এর আগে ‘তুফান’ ছবিতে শাকিব খান আর রাফীর জুটি ঝড় তুলেছিল। তাই নতুন ছবিটার প্রথম ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন শাকিব খানের অনুরাগীরা। কোরবানীর ঈদে মুক্তি পাবে ছবিটা।
এই ছবির অন্যতম প্রযোজক ‘এসভিএফ’। তবে ছবিটার প্রথম ঝলক সামনে আসতেই ভারতের সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দেখতে পাওয়া গেল। একজন লিখেছেন, ”এই মুহূর্তে ভারত-বাংলাদেশের যা রাজনৈতিক সম্পর্ক, তাতে বাংলাদেশের কোনও তারকার ছবিই ভারতে মুক্তি পেলে তা দেখতে যাব না। কলকাতার হলে এই ছবি মুক্তি না পেলে সবচেয়ে ভালো হয়।”
লক্ষণীয়, ‘তুফান’ মুক্তির সময়ে ভারতে প্রচারে এসেছিলেন শাকিব খান। সেই ছবির প্রচারে শাকিবের পাশে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। এই ছবির গান ভারতীয়দের বেশ পছন্দের হলেও, সিনেমা হলে গিয়ে টিকিট কেটে ‘তুফান’ দেখেননি দর্শকরা। অথচ বিশ্বজুড়ে ভালো ব্যবসা করেছিল ‘তুফান’। আসলে শাকিব খান অভিনীত শেষ পাঁচটা ছবির কোনওটাই পাত্তা পায়নি ভারতে। ‘প্রিয়তমা’-র মতো ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।
শুধু শাকিব নয়, বাংলাদেশের একাধিক নামী মুখ গত পাঁচ বছরে কাজ করেছেন ভারতে। যার মধ্যে জয়া আহসান অন্যতম। জিয়াউল ফারুক অপূর্ব বা নুসরত ফারিয়া আগে কাজ করলেও, এই মুহূর্তে তাঁরা যে নতুন কোনও প্রোজেক্ট করছেন ভারতে এমন নয়। তবে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় ভারতে জয়ার নতুন ছবি মুক্তি পাবে এই বছর। সেই সময়ে পরিস্থিতি কী হয়, তার দিকে নজর রাখতে হবে। সুত্র : TV9 বাংলা