ইসি পুনর্গঠনের দাবিতে কাল এনসিপির বিক্ষোভ

- আপডেট সময় : ১০:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগামীকাল সকাল ১১টায় নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (মঙ্গলবার, ২০ মে) রাজধানীর বাংলামোটরে রাতে এক সংবাদ সম্মেলনে আগামীকালের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দিয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের অভিমুখে আগামীকাল সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ করা হবে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে চলা কয়েক দিনের অবস্থান কর্মসূচি প্রসঙ্গ টেনে কথা বলেন এনসিপির এই মুখ্য সমন্বয়ক।
তিনি বলেন, ‘নগর ভবন অবরুদ্ধ করে নাগরিক সেবা বাধাগ্রস্ত না করার আহ্বান করছি। কোনো পাল্টা কর্মসূচি নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ এবং শক্তিশালী করতে চায় এনসিপি।’
আগে স্থানীয় নির্বাচন, এরপর জাতীয় নির্বাচন—উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমেই জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। একইসঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।’
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্বতন্ত্রভাবে পরিচালিত হবে। দ্রুত সময়ের মধ্যে কাউন্সিলের মাধ্যমে তারা নেতা নির্বাচন করবে। ধানমন্ডির গতকালের বিষয়টি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান নাহিদ।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি দলের এবং প্রার্থীর পক্ষ নিচ্ছে। বিএনপির যতটুকু ম্যাচিউরিটি দরকার তা পাওয়া যাচ্ছে না।’
নাহিদ ইসলাম বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই।’
স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে চলমান সংকট দূর হবে বলেও সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন নাহিদ।