ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘দেশে পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরইমধ্যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলেও জানান তিনি।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথ সভা শেষে ভার্চুয়ালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। এসময় পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পাঁয়তারা চলেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

মঙ্গলবার (২০ মে) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে নতুন একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার। সত্যিকার অর্থে ফ্যাসিবাদমুক্ত একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করার সেখানেও একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেয়া, জনগণের যে অধিকার, সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার একটা পাঁয়তারা শুরু হয়েছে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে।’

নির্বাচন বানচাল, দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দিয়ে রিজভী বলেন, যেহেতু ৭ জুন কোরবানি ঈদ। সেজন্য আমাদের কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। কর্মসূচি হবে আট দিনব্যাপী। অর্থাৎ ২৫ তারিখ থেকে ২ জুন পর্যন্ত। ৩০ মে সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আলোচনা সভা, দুঃস্থদের মধ্যে চাল-ডাল ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

তিনি বলেন, শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুইদিন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে বিএনপির পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হবে। বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলো জিয়াউর রহমানকে নিয়ে পোস্টার প্রকাশ করবে এবং বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা নেবে দলটি।

যৌথ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

‘দেশে পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে’

আপডেট সময় : ১০:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

দেশে পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরইমধ্যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলেও জানান তিনি।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথ সভা শেষে ভার্চুয়ালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। এসময় পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পাঁয়তারা চলেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

মঙ্গলবার (২০ মে) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে নতুন একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার। সত্যিকার অর্থে ফ্যাসিবাদমুক্ত একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করার সেখানেও একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেয়া, জনগণের যে অধিকার, সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার একটা পাঁয়তারা শুরু হয়েছে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে।’

নির্বাচন বানচাল, দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।

সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দিয়ে রিজভী বলেন, যেহেতু ৭ জুন কোরবানি ঈদ। সেজন্য আমাদের কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। কর্মসূচি হবে আট দিনব্যাপী। অর্থাৎ ২৫ তারিখ থেকে ২ জুন পর্যন্ত। ৩০ মে সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আলোচনা সভা, দুঃস্থদের মধ্যে চাল-ডাল ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

তিনি বলেন, শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুইদিন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে বিএনপির পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হবে। বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলো জিয়াউর রহমানকে নিয়ে পোস্টার প্রকাশ করবে এবং বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা নেবে দলটি।

যৌথ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতারা উপস্থিত ছিলেন।