ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এলওসি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত-পাকিস্তানের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিকালীন অবস্থানে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে পাকিস্তান ও ভারত। সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ মে-র মধ্যে এ প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার (২০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

এই পদক্ষেপের সঙ্গে জড়িত জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, ৩০ মে-র মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে তাদের সশস্ত্র বাহিনীকে শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে আনার জন্য পাকিস্তান ও ভারত একটি পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে সূত্র জিও নিউজকে জানিয়েছে, উভয় দেশের সামরিক নেতৃত্ব, বিশেষ করে সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সক্রিয়ভাবে সমন্বয় করছেন।

চলতি মাসের শুরুতে দেশ দুটির মধ্যে চরম সংঘাতময় পরিস্থিতির পরবর্তীতে যুদ্ধবিরতি স্থগিত হওয়ার পর এই পদক্ষেপকে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তারা উত্তেজনা হ্রাসকে “আস্থা তৈরির পদক্ষেপের ধারাবাহিকতা” হিসেবে বর্ণনা করেছেন। এ সিদ্ধান্ত কয়েক সপ্তাহ ধরে চলা সামরিক সতর্কতা বৃদ্ধিকে প্রশমিত করছে বলে ধারণা করা হচ্ছে।

একজন জ্যেষ্ঠ সরকারি সূত্র জানিয়েছে, ‘স্বাভাবিক সামরিক অবস্থানে ফিরে আসা যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় পর্যায়ের অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলির কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।’

নিউজটি শেয়ার করুন

এলওসি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত-পাকিস্তানের

আপডেট সময় : ১২:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

শান্তিকালীন অবস্থানে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে পাকিস্তান ও ভারত। সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ মে-র মধ্যে এ প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার (২০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

এই পদক্ষেপের সঙ্গে জড়িত জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, ৩০ মে-র মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে তাদের সশস্ত্র বাহিনীকে শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে আনার জন্য পাকিস্তান ও ভারত একটি পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে সূত্র জিও নিউজকে জানিয়েছে, উভয় দেশের সামরিক নেতৃত্ব, বিশেষ করে সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সক্রিয়ভাবে সমন্বয় করছেন।

চলতি মাসের শুরুতে দেশ দুটির মধ্যে চরম সংঘাতময় পরিস্থিতির পরবর্তীতে যুদ্ধবিরতি স্থগিত হওয়ার পর এই পদক্ষেপকে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তারা উত্তেজনা হ্রাসকে “আস্থা তৈরির পদক্ষেপের ধারাবাহিকতা” হিসেবে বর্ণনা করেছেন। এ সিদ্ধান্ত কয়েক সপ্তাহ ধরে চলা সামরিক সতর্কতা বৃদ্ধিকে প্রশমিত করছে বলে ধারণা করা হচ্ছে।

একজন জ্যেষ্ঠ সরকারি সূত্র জানিয়েছে, ‘স্বাভাবিক সামরিক অবস্থানে ফিরে আসা যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় পর্যায়ের অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলির কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।’