মার্চ টু সচিবালয়ের হুঁশিয়ারি জুলাই ঐক্যের

- আপডেট সময় : ০৩:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

৩১ মে’র মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ ও সচিবালয় স্বৈরাচারের দোসরমুক্ত করার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।
এসময়, আওয়ামী লীগ সরকারের সহযোগী হয়ে কাজ করেছেন এমন ৪৪ জন সচিবের একটি তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। এসকল সচিবদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জানান। একইসঙ্গে ৯৫ জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করে জুলাই ঐক্য। তারা ছাত্র জনতার ওপরে গুলি চালানোর নির্দেশ দেন বলে জানায় জুলাই ঐক্য।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, এই তালিকা প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিবের কাছে দেওয়া হবে। আগামী ৩১ মে এর মধ্যে তালিকায় উল্লিখিত আওয়ামী লীগের দোসরদের বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৩১ মে এর মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ, সচিবালয় স্বৈরাচারের দোসর মুক্ত এবং আইনের ১৩২ ধারা বাতিল বা সংশোধন না করলে, ৩১ মে’র পর মার্চ টু সচিবালয়সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমরা খুব শিগগিরই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সকল সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছি।
আরেক সংগঠক এবি জোবায়ের বলেন, আমাদের পরবর্তী পদক্ষেপ কালচারাল ফ্যাসিস্ট, শিক্ষাঙ্গণ, চিকিৎসাঙ্গন, আইনাঙ্গন এবং গণমাধ্যমসহ বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ।