‘কয়েকজন উপদেষ্টা বিএনপিকে ক্ষমতায় না আসতে দেয়ার পাঁয়তারা করছে’

- আপডেট সময় : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে

বিএনপি নেতা ইশরাক হোসেন দাবি করেছেন, কয়েকজন উপদেষ্টা মিলে বিএনপিকে ক্ষমতায় না আসতে দেয়ার পাঁয়তারা করছে। আজ (বুধবার, ২১ মে) রাতে কাকরাইলে তার সমর্থকদের সংহতি জানাতে এসে তিনি এ দাবি করেন।
ইশরাক হোসেন বলেন, ‘বৈরী আবহাওয়া উপেক্ষা করে আন্দোলনে আসায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
তিনি বলেন, ‘আইন মেনে আমি আমার গেজেট প্রকাশ করা হয়েছে, আমার ওপর বৈষম্য করা হচ্ছে। এটা শুধু এক ব্যক্তির আন্দোলন না, এটা আগামীতে সফল সুষ্ঠু নির্বাচনের আন্দোলন।’
বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের ভেতর থেকে বিচার বিভাগে হস্তক্ষেপ করা হচ্ছে। ফলে আগামীতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কি না, এটা নিয়ে সংশয় আছে। আগামীতে আর কেউ যদি স্বৈরাচার হওয়ার চেষ্টা করে, তাদের পরিণতিও শেখ হাসিনার মতো অবস্থা হবে।’
তার দাবি, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও স্থানীয় সরকারের উপদেষ্টাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আর কোনো কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। দ্রুত নির্বাচন দিলে বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে।
একইসঙ্গে সুষ্ঠু সমাধান না হলে এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন করছেন দলীয় নেতাকর্মীরা। আজ সকালে নগর ভবনে না গিয়ে মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট, বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল।
সকাল থেকে আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেসক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জড়ো হন। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এ সময় চারদিকে রাস্তা বন্ধ করে দেয়া হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন ইশরাক হোসেন। পোস্টে তিনি আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে রাজপথে নামার ঘোষণা দেন।
ইশরাক লেখেন, ‘আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সাথে যতদিন প্রয়োজন রাজপথেসহ অবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হব ইনশাআল্লাহ।’
ঘোষণা অনুযায়ী সন্ধ্যার পরপরই তিনি সমর্থকদের মাঝে হাজির হোন।