চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পরিচিত মুখ চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমার থেকে ব্যক্তিজীবনের বিভিন্ন ঘটনা নিয়েই প্রায় সময় শিরোনামে জায়গা করে নিতে দেখা যায় তাকে। এবার ভয়াবহ এক অভিজ্ঞতা জানালেন এই চিত্রনায়িকা।
এ অভিনেত্রী দাবি করেছেন, তাকে অজ্ঞাত ফোন নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৭টায় ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক স্ট্যাটাসে এমনটা জানান তিনি।
মিষ্টি জান্নাত তার স্ট্যাটাসে লেখেন, ‘গতকাল থেকে বিভিন্ন নম্বর থেকে আমাকে মেসেজ করে, কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। আর ব্লক করে দিলে অন্য নম্বর থেকে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।’
এদিকে তার এই স্ট্যাটাসে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই তাকে আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। কেউ আবার এ ধরনের ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন এ অভিনেত্রীকে।
উল্লেখ্য , ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক করেন মিষ্টি জান্নাত। তারপর কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সেভাবে সাফল্যের দেখা পাননি। তবে চলচ্চিত্র নায়িকার বাইরে তিনি একজন চিকিৎসক।