ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রেম করলেন বার্সেলোনার সঙ্গে, বিয়ে করছেন রিয়াল মাদ্রিদকে?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘরোয়া ফুটবলে ট্রফিশূন্য এক মৌসুম কাটালো রিয়াল মাদ্রিদ। সে ধাক্কায় এরই মধ্যে বিদায় নেওয়া পাকা হয়েছে কোচ কার্লো আনচেলত্তির। দলবদলের বাজার শুরু হওয়ার আগেই লিভারপুল থেকে ট্রেন্ট আলেক্সাজান্ডার আরনল্ড ও বর্নমাউথ থেকে ডিন হাউসেনকে নিয়ে আসছে তারা।

গত কয়েকদিন বাজারে গুঞ্জন রটেছে লেফটব্যাক আলভারো কায়েরাস, মিডফিল্ডার অ্যাঞ্জেলো স্টিলারকে ঘিরে। গত দুইদিন গুঞ্জনে যোগ হয়েছে চেলসির মিডফিল্ডার এনসো ফের্নান্দেসের নাম। বলা হচ্ছে ক্লাব বিশ্বকাপ শেষে ১০ কোটি ইউরোরও বেশি দামে কেনা হবে তাঁকে। মাত্র দেড় মৌসুম আগে ১২ কোটিরও বেশি দিয়ে কেনা এক মিডফিল্ডারকে চেলসি ছাড়তে চাইবে কিনা, সেটা নিয়েই অবশ্য আলোচনা হচ্ছে।

এর মধ্যেই মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম মার্কা এক বোমা ফাটিয়েছে গতকাল। তাদের দাবি, এক গাদা লেফট উইঙ্গার থাকার পরও মাদ্রিদ অ্যাথলেটিক বিলবাও থেকে স্প্যানিশ লেফট উইঙ্গার নিকো উইলিয়ামসকে কিনতে চাইছে। এবং বাস্ক ক্লাব এ ব্যাপারে যেন কোনো আপত্তি তুলতে না পারে, সেজন্য রিলিজ ক্লজের পুরোটাই দিতে চাচ্ছে।

ইউরোপের প্রায় সবারই এখন জানা নিকো উইলিয়ামসের রিলিজ ক্লজ কত। স্পেনকে ২০২৪ ইউরো জেতানোয় অনেক বড় ভূমিকা ছিল দুই উইংয়ে থাকা লামিন ইয়ামাল ও উইলিয়ামসের। ইউরোর পর বার্সেলোনা সর্বোচ্চ চেষ্টা করেছিল উইলিয়ামসকে ক্লাবে টানার। কিন্তু সে সময় আর্থিক কারণ বাঁধা হয়ে দাঁড়িয়েছিল।

গত মৌসুমে পুরো দলবদলের মৌসুম জুড়ে ‘বার্সেলোনায় যাচ্ছেন’ গুঞ্জন চলা নিকোকে এবার কীভাবে মাদ্রিদ দলে টানবে – এ নিয়ে কৌতূহল জাগছে। আর মাদ্রিদে এরই মধ্যে লেফট উইংয়ে খেলোয়াড় আধিক্য। ভিনিসিয়ুস জুনিয়রের কারণে গত ছয় বছর সেখানে খেলতে পারছেন না রদ্রিগো। গত বছর আরেক লেফট উইঙ্গার এমবাপ্পে টেনেছে মাদ্রিদ।

কাগজে-কলমে মাঠের মাঝখানে থাকার কথা থাকলেও ভিনিসিয়ুসের মতোই বাঁদিকেই বেশি দেখা যায় এমবাপ্পেকে। এমনকি মিডফিল্ডার জুড বেলিংহামও মাঠের বা দিকটায় বেশি থাকেন।

এমনিতে নিকোকে পেতে চাইবে যেকোনো ক্লাব। এমবাপ্পে বা ভিনিসিয়ুস তো বটেই, রদ্রিগোর চেয়েও দুই বছরের ছোট স্প্যানিশ উইঙ্গার। দারুণ গতি ও দক্ষতা পায়ে এবং স্পেনের জাতীয় দলে খেলেন বলে মাদ্রিদের আগ্রহ বেশি। স্পেন জাতীয় দলে মাদ্রিদের খেলোয়াড় নেই বললেই চলে। এ দিক থেকেও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আগ্রহের কারণ তিনি।

মার্কা জানাচ্ছে, বার্সেলোনার লক্ষ্যকে কেড়ে নেওয়ার আনন্দটা একটি বড় কারণ মাদ্রিদের। গত কিছুদিন ধরে রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, সেক্ষেত্রে ব্রাজিলিয়ান উইঙ্গারকে ছেড়ে দিয়ে স্প্যানিশ একজনকে কেনাটা যৌক্তিক বলে মনে করছে মাদ্রিদ কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

প্রেম করলেন বার্সেলোনার সঙ্গে, বিয়ে করছেন রিয়াল মাদ্রিদকে?

আপডেট সময় : ০২:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

ঘরোয়া ফুটবলে ট্রফিশূন্য এক মৌসুম কাটালো রিয়াল মাদ্রিদ। সে ধাক্কায় এরই মধ্যে বিদায় নেওয়া পাকা হয়েছে কোচ কার্লো আনচেলত্তির। দলবদলের বাজার শুরু হওয়ার আগেই লিভারপুল থেকে ট্রেন্ট আলেক্সাজান্ডার আরনল্ড ও বর্নমাউথ থেকে ডিন হাউসেনকে নিয়ে আসছে তারা।

গত কয়েকদিন বাজারে গুঞ্জন রটেছে লেফটব্যাক আলভারো কায়েরাস, মিডফিল্ডার অ্যাঞ্জেলো স্টিলারকে ঘিরে। গত দুইদিন গুঞ্জনে যোগ হয়েছে চেলসির মিডফিল্ডার এনসো ফের্নান্দেসের নাম। বলা হচ্ছে ক্লাব বিশ্বকাপ শেষে ১০ কোটি ইউরোরও বেশি দামে কেনা হবে তাঁকে। মাত্র দেড় মৌসুম আগে ১২ কোটিরও বেশি দিয়ে কেনা এক মিডফিল্ডারকে চেলসি ছাড়তে চাইবে কিনা, সেটা নিয়েই অবশ্য আলোচনা হচ্ছে।

এর মধ্যেই মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম মার্কা এক বোমা ফাটিয়েছে গতকাল। তাদের দাবি, এক গাদা লেফট উইঙ্গার থাকার পরও মাদ্রিদ অ্যাথলেটিক বিলবাও থেকে স্প্যানিশ লেফট উইঙ্গার নিকো উইলিয়ামসকে কিনতে চাইছে। এবং বাস্ক ক্লাব এ ব্যাপারে যেন কোনো আপত্তি তুলতে না পারে, সেজন্য রিলিজ ক্লজের পুরোটাই দিতে চাচ্ছে।

ইউরোপের প্রায় সবারই এখন জানা নিকো উইলিয়ামসের রিলিজ ক্লজ কত। স্পেনকে ২০২৪ ইউরো জেতানোয় অনেক বড় ভূমিকা ছিল দুই উইংয়ে থাকা লামিন ইয়ামাল ও উইলিয়ামসের। ইউরোর পর বার্সেলোনা সর্বোচ্চ চেষ্টা করেছিল উইলিয়ামসকে ক্লাবে টানার। কিন্তু সে সময় আর্থিক কারণ বাঁধা হয়ে দাঁড়িয়েছিল।

গত মৌসুমে পুরো দলবদলের মৌসুম জুড়ে ‘বার্সেলোনায় যাচ্ছেন’ গুঞ্জন চলা নিকোকে এবার কীভাবে মাদ্রিদ দলে টানবে – এ নিয়ে কৌতূহল জাগছে। আর মাদ্রিদে এরই মধ্যে লেফট উইংয়ে খেলোয়াড় আধিক্য। ভিনিসিয়ুস জুনিয়রের কারণে গত ছয় বছর সেখানে খেলতে পারছেন না রদ্রিগো। গত বছর আরেক লেফট উইঙ্গার এমবাপ্পে টেনেছে মাদ্রিদ।

কাগজে-কলমে মাঠের মাঝখানে থাকার কথা থাকলেও ভিনিসিয়ুসের মতোই বাঁদিকেই বেশি দেখা যায় এমবাপ্পেকে। এমনকি মিডফিল্ডার জুড বেলিংহামও মাঠের বা দিকটায় বেশি থাকেন।

এমনিতে নিকোকে পেতে চাইবে যেকোনো ক্লাব। এমবাপ্পে বা ভিনিসিয়ুস তো বটেই, রদ্রিগোর চেয়েও দুই বছরের ছোট স্প্যানিশ উইঙ্গার। দারুণ গতি ও দক্ষতা পায়ে এবং স্পেনের জাতীয় দলে খেলেন বলে মাদ্রিদের আগ্রহ বেশি। স্পেন জাতীয় দলে মাদ্রিদের খেলোয়াড় নেই বললেই চলে। এ দিক থেকেও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আগ্রহের কারণ তিনি।

মার্কা জানাচ্ছে, বার্সেলোনার লক্ষ্যকে কেড়ে নেওয়ার আনন্দটা একটি বড় কারণ মাদ্রিদের। গত কিছুদিন ধরে রদ্রিগোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, সেক্ষেত্রে ব্রাজিলিয়ান উইঙ্গারকে ছেড়ে দিয়ে স্প্যানিশ একজনকে কেনাটা যৌক্তিক বলে মনে করছে মাদ্রিদ কর্তৃপক্ষ।