ফিলিস্তিনের গাজায় আরও ৯৩ ট্রাক ত্রাণ প্রবেশের দাবি করেছে ইসরায়েল। তবে এখনো ফিলিস্তিনিরা কোনো সহায়তা পায়নি। জাতিসংঘ বলছে, ইসরায়েলি বাহিনীর অসহযোগিতার কারণে ত্রাণ সংগ্রহ ও বিতরণ করা যাচ্ছে না।
বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, সীমান্ত পেরিয়ে গাজায় ঢুকেছে মাত্র কয়েক ট্রাক ত্রাণ। উপত্যকাটিতে পৌঁছানো সহায়তার পরিমাণ খুবই নগন্য বলেও মত সংস্থাটির।
এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে বিবিসি বলছে, হামাস যেন খাবার চুরি না করে, তা নিশ্চিতে কাজ করছে আইডিএফ। এ ছাড়া গাজায় ৫৪ লাখ ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
এদিকে, গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও অন্তত ৮২ ফিলিস্তিনি ও ২৬২ জন আহত। সর্বশেষ ২৪ ঘণ্টায় উপত্যকাটির ১১৫টি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। গোষ্ঠীর সামরিক শাখার এক সদস্যকে হত্যার দাবিও করেছে তারা।