ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছেড়েছেন জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত রুহুল আলম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছেড়েছেন মো. জসীম উদ্দিন। ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রুহুল আলম সিদ্দিকী। আজ (বৃহস্পতিবার, ২২ মে) তিনি শেষ অফিস করেছেন। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব রুহুল আলম সিদ্দিকী। আগামীকাল শুক্রবার থেকে রুহুল আলম সিদ্দিকী দায়িত্বভার গ্রহণ করবেন। আজ (বৃহস্পতিবার, ২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে এই আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, জসীম উদ্দিনের ছুটিতে যাওয়া সাপেক্ষে রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেয়া পর্যন্ত দৈনন্দিন কার্য সম্পাদন করবেন।

অফিস আদেশে বলা হয়, মো. জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন।

এতে বলা হয়, আগামী ২৩ মে থেকে এই আদেশ কার্যকর হবে।

জুলাই অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের হাওয়ায় এক মাসের মাথায় পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসেন জসীম উদ্দিন। দায়িত্ব নেবার আট মাসের মাথায় সরে দাঁড়ালেন তিনি।

এদিকে বুধবার (২১ মে) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, জসীম উদ্দিনকে অপসারণ করা হয়নি। বরং বিভিন্ন কারণে নিজে থেকে সরে যেতে চেয়েছেন এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি।

চীন, কাতার ও গ্রিসে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা জসীম উদ্দিনকে আবারো রাষ্ট্রদূত করে দেশের বাইরে পাঠানোর চিন্তাভাবনা চলার কথাও বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

তার জায়গায় রুটিন দায়িত্বে পালনে আসা সচিব রুহুল আলম সিদ্দিকী বিসিএস একাদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছেড়েছেন জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত রুহুল আলম

আপডেট সময় : ১১:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছেড়েছেন মো. জসীম উদ্দিন। ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রুহুল আলম সিদ্দিকী। আজ (বৃহস্পতিবার, ২২ মে) তিনি শেষ অফিস করেছেন। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব রুহুল আলম সিদ্দিকী। আগামীকাল শুক্রবার থেকে রুহুল আলম সিদ্দিকী দায়িত্বভার গ্রহণ করবেন। আজ (বৃহস্পতিবার, ২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে এই আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, জসীম উদ্দিনের ছুটিতে যাওয়া সাপেক্ষে রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেয়া পর্যন্ত দৈনন্দিন কার্য সম্পাদন করবেন।

অফিস আদেশে বলা হয়, মো. জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন।

এতে বলা হয়, আগামী ২৩ মে থেকে এই আদেশ কার্যকর হবে।

জুলাই অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের হাওয়ায় এক মাসের মাথায় পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসেন জসীম উদ্দিন। দায়িত্ব নেবার আট মাসের মাথায় সরে দাঁড়ালেন তিনি।

এদিকে বুধবার (২১ মে) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, জসীম উদ্দিনকে অপসারণ করা হয়নি। বরং বিভিন্ন কারণে নিজে থেকে সরে যেতে চেয়েছেন এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি।

চীন, কাতার ও গ্রিসে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা জসীম উদ্দিনকে আবারো রাষ্ট্রদূত করে দেশের বাইরে পাঠানোর চিন্তাভাবনা চলার কথাও বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

তার জায়গায় রুটিন দায়িত্বে পালনে আসা সচিব রুহুল আলম সিদ্দিকী বিসিএস একাদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।