ইশরাকের শপথ নিয়ে হাইকোর্টের আদেশ জনপ্রত্যাশার প্রতিফলন: রিজভী

- আপডেট সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ৩৬৮ বার পড়া হয়েছে

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর দাবিতে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এই আদেশে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ আইনজীবী।
ইশরাককে নিয়ে আদালতের আদেশ নিয়ে রিজভী বলেন, এই আদেশে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। ঢাকাবাসী যে আন্দোলন করছে সেই আন্দোলন সফল হয়েছে।
লিখিত বক্তব্যে রিজভী বলেন, গতকাল নাগরিকত্ব নিয়ে ফরেন সার্ভিসে দেওয়া খলিলুর রহমানের বক্তব্য অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিমূলক। খলিলুর রহমান ঢালাও মন্তব্য করেছেন তারেক রহমান সম্পর্কে। খলিলুর রহমান উপদেষ্টা পরিষদে থাকলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে।
রিজভী বলেন, তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই খলিলুর রহমান ফরেন সার্ভিসে তাঁকে জড়িয়ে কথা বলেছেন।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে রিজভী বলেন, আপনি এমন একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, দেশের জন্য যার কোনো ন্যূনতম অবদান নেই। তিনি বাংলাদেশের জন্য নয়, বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে।