আইএফএমের সঙ্গে লেনদেন সুখকর নয়: অর্থ উপদেষ্টা

- আপডেট সময় : ০৩:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ৩৭১ বার পড়া হয়েছে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএফএম) সঙ্গে লেনদেন সুখকর নয়। তাদের চাপিয়ে দেয়া কিছু নেয়া হয়নি। আজ (শুক্রবার, ২৩ মে) বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, ‘অনেকেই বলে ট্যাক্স কমিয়ে দিন, বাড়িয়ে দিন। কিন্তু দেশের কথা কেউ ভাবে না। সেই সাথে নানা কারণে সংস্কার নিয়ে বর্তমান সরকার চাপে রয়েছে।’
এসময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে নিজের স্বার্থের জন্য নীতি নির্ধারণ করে থাকে। যে কারণে সমাজ পিছিয়ে যায়।’
এ ছাড়া ব্যাংকাররা জানান, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতিকে নীতির বাইরে গিয়ে পরিচালনা করা হয়েছে। ব্যাংক লুটের সাথে দখল করা হয়েছে ব্যবসার বড় অংশ। ব্যাংকিং খাত স্বাধীন ছিল না, জোর করে ঋণ দেয়া হতো বড়দের।
তবে এখন ব্যাংক খাতে সুশাসন ফিরে এসেছে এবং অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তারা।